X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এখনও বাজারে অস্ত্রের মডেলে শিশুদের কলম

তাসকিনা ইয়াসমিন
২৩ মে ২০১৯, ১৬:০১আপডেট : ২৩ মে ২০১৯, ১৬:৪১





অস্ত্রের আদলে তৈরি কলম শিশুদের জন্য বিভিন্ন অস্ত্রের মডেলে তৈরি করা কলম এখনও দেদার বিক্রি হচ্ছে। লাইব্রেরি ও স্টেশনারি দোকান থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন অলিগলির দোকান, এমনকি ফুটপাতেও এসব কলম বিক্রি করতে দেখা যায়। আর এগুলো ব্যবহার করছে কোমলমতি শিশুরা। বিশ্লেষকরা বলছেন, অস্ত্রের মতো কোনোকিছু শিশুদের ব্যবহার না করতে দেওয়াই ভালো। কারণ, এসব বস্তু তাদের মনোজগতের বিকাশে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে।

অস্ত্রের আদলে তৈরি শিক্ষা উপকরণগুলো বাজার থেকে সরিয়ে নেওয়ার দাবি সচেতন মহলের।

রাজধানীর বিভিন্ন এলাকার শিশুদের খেলনার দোকান ঘুরে দেখা গেছে, বাজারে বড়দের জন্য যতগুলো অস্ত্রের মডেল রয়েছে, সেগুলোর অনুকরণে শিশুদের খেলনা উৎপাদন ও বিক্রি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রাণীর প্লাস্টিক আকৃতির খেলনাও বিক্রি হচ্ছে। এ ধরনের কিছু খেলনা চিপসের প্যাকেটের মধ্যে দেওয়ায়, তা চিপস ভেবে খেতে গিয়ে সম্প্রতি দেশে শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে।

রাজধানীর ঢাকা কলেজের সামনের ফুটপাতে বিভিন্ন অস্ত্রের মডেলে তৈরি কলম বিক্রি করেন মো. শাহিন। বিভিন্ন বয়সী ক্রেতা তার কাছ থেকে এসব কলম কেনেন। প্রতিটি কলমের দাম ২০ টাকা। শাহিন বলেন, ‘খেলনার মতো দেখতে হলেও এগুলো আসলে কলম। চকবাজার পাইকারি মার্কেট থেকে আমরা এসব কলম সংগ্রহ করি।’

শুধু শাহিনই নন, নিউমার্কেট এলাকার যেসব দোকানে শিশুদের শিক্ষা উপকরণ বিক্রি হয়, সেসব দোকানেও এই কলমগুলো বিক্রি হচ্ছে। এছাড়া, রাজধানীর বিভিন্ন স্কুলের সামনের ফুটপাতেও খেলনা কলম বিক্রি করতে দেখা গেছে।

যেসব অভিভাবক এসব কলম কিনছেন, তারা জানান, সন্তান জোর করেছে তাই কিনে দিলাম। আবার কেউবা জানান, কলমগুলো দেখতে সুন্দর, তাই খেলনা হিসেবেই তা কিনছেন।

 তবে এ ধরনের কলম কেনার বিপক্ষে রাজধানীর সানরাইজ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রুমা খানম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পিস্তলের মতো দেখতে কলমের ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কলমের সঙ্গে পিস্তলের যোগ তো ভদ্রবেশী অপরাধ। কলম লেখাপড়ার উপকরণ, এর সঙ্গে পিস্তল জুড়ে দেওয়াটা মারাত্মক অন্যায়। শিশুদের ছোটবেলা থেকেই পিস্তলের খারাপ দিকটা বোঝানো উচিত।’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বড় ধরনের সামাজিক সমস্যা হচ্ছে লোভ। সেই লোভ হচ্ছে টাকার, সম্পদের ও ক্ষমতার। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য অস্ত্রসদৃশ কলম উৎপাদন ও বিক্রি করছেন। এতে হয়তো তাদের ব্যবসা বাড়ছে, তবে নৈতিকতার প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ, অস্ত্রসদৃশ কলমের ব্যবহারে একদিক থেকে অস্ত্রের প্রতি শিশুদের আগ্রহ তৈরি করা হচ্ছে, যা তাদের মানসিক জগতে নেতিবাচক প্রভাব ফেলছে।’

তিনি এ বিষয়ে সরকার ও অভিভাবকদের সচেতন পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব এসব কলম যাতে বিক্রি বন্ধ হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া এবং অভিভাবকদের এমন কলম কিনে দেওয়া থেকে বিরত থাকতে হবে।’
তিনি বলেন, পিস্তলটা এমন জিনিস, এটা দিয়ে আমি মারছি, গুলি করছি। এটা হাতে আসলে তো অন্যকে মারতে উদ্বুদ্ধ করবে। আমরা একসময় বলতাম, শিশুদের বেশি বেশি ভায়োলেন্স দেখাবেন না। কারণ, গবেষণায় দেখা গেছে, এ কারণে শিশুরা আক্রমণাত্মক হয়ে ওঠে। সেখানে পিস্তল হাতে থাকলে তো সে নিজে এমনিতেই আক্রমণাত্মক হয়ে উঠবে। আমরা তাহলে কেন খেলনা হিসেবে এগুলো কিনবো? আমার প্রথম কথা হচ্ছে, সরকার যেন এগুলো অ্যালাউ না করে। কারণ, আমাদের দেশ তো আমেরিকা না, সেখানকার সংস্কৃতির অংশ পিস্তল। তাদের ঘরে ঘরে পিস্তল থাকে, সেটা তাদের হাউজহোল্ড ব্যবস্থা। কিন্তু আমাদের সংস্কৃতি এমন না। তাই আমি মনে করি না, খেলনা পিস্তলের যত্রতত্র উপস্থিতি গ্রহণযোগ্য। সরকারের অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

আরও পড়ুন:
অস্ত্রের মডেলে বাজারে শিশুদের কলম

/টিটি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ