X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী চার শতাংশ কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৭:৪৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৭:৫৪

ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় (৮ নভেম্বর সকাল ৮টা থেকে ৯ নভেম্বর সকাল ৮ টা) নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার চেয়ে চার শতাংশ কমেছে। নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৪৩ জন। ৮ নভেম্বর নতুন করে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ১৪৯ জন।

শনিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

তার আগের দিন (৭ নভেম্বর) এ সংখ্যা ছিল ১৯৮ জন, ৬ নভেম্বর ছিল ১৮৪ জন, ৫ নভেম্বর ছিল ১৮৯ জন, ৪ নভেম্বর ছিল ১৭৪ জন ও ৩ নভেম্বর এ সংখ্যা ছিল ১৮৪ জন।

নতুন ভর্তি হওয়া ১৪৩ জনের মধ্যে রাজধানী ঢাকার ৪২টি (২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্বশাসিত) হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন আর ঢাকা মহানগরী ছাড়া ঢাকা বিভাগসহ মোট আট বিভাগে ভর্তি হয়েছেন ৮৯ জন। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১০৭ জন। এরমধ্যে ঢাকা মহানগরীর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৩১ জন আর ঢাকার বাইরের হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি আছেন ৭৯৬ জন।

এরমধ্যে ঢাকা মহানগরীর ৪২টি হাসপাতালে ভর্তি আছেন ৩৪২ জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৪৫৪ জন। সারাদেশের হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন শতকরা ৯৮ দশমিক নয় শতাংশ রোগী।

কন্ট্রোল রুমের হিসাব থেকে জানা যায়, এই বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জন, মেতে ১৯৩ জন, জুনে এক হাজার ৮৮৪ জন, জুলাইতে ১৬ হাজার ২৫৩ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন, সেপ্টেম্বরে ১৬ হাজার ৮৫৬ জন, অক্টোবরে আট হাজার ১৪৩ জন এবং নভেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৭ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫১ জনের মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করে প্রতিষ্ঠানের ডেথ রিভিউ কমিটি ১১২টি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

 

/জেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!