X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চিকিৎসক-নার্সদের কাজের ফলেই প্রধানমন্ত্রীর ভ্যাকসিন হিরো পুরস্কার: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ১৭:২৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:১০

চিকিৎসক-নার্সদের কাজের ফলেই প্রধানমন্ত্রীর ভ্যাকসিন হিরো পুরস্কার: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ আজ পোলিও ও টিটেনাস মুক্ত বলে মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কিছুদিন আগে ভ্যাকসিন হিরো পুরস্কার পেয়েছেন। তার পেছনে নিরলসভাবে কাজ করেছেন দেশের সব পর্যায়ের ডাক্তার, নার্স, তৃতীয় শ্রেণির কর্মচারীরা। তাদের কাজের ফলেই আমরা এ পুরস্কার পেয়েছি।’ রবিবার (৮ ডিসেম্বর) রাজধানীর ‘ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’য়  ৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪ হাজার ৪৪৩ জন চিকিৎসকের নিয়োগ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে টিবি, এইচআইভি নিয়ন্ত্রণে রয়েছে। এর পেছনে কাজ করেন কারা? এর পেছনে কাজ করেন ডাক্তাররা, নার্সরা।’

নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের জার্নিটা শুরু হয়েছে মাত্র। দেশে জেলা-উপজেলায় ৮০ শতাংশ মানুষ বাস করে। তাদের সেবা করার দায়িত্ব আজ আপনাদের ওপর বর্তালো। আর সামনে অনেক কাজ, আপনাদের  জেলা-উপজেলাসহ বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে। সব জয়াগা যে মনের মতো হবে এমনটা নয়, কোথাও সুবিধা রয়েছে, কোথাও অনেক অসুবিধা রয়েছে, তবে সব মিলিয়ে কাজ করতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। জেলা-উপজেলা হাসপাতালের বেড দ্বিগুণ হয়েছে, আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে, আধুনিক ভবন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘৩৫টি সরকারি ও ৭০টি বেসরকারি মেডিক্যাল কলেজ করা হয়েছে, স্বাধীনতার সময়ে ১০টিও ছিল না। আর এখন ১১০টি মেডিক্যাল কলেজ হয়েছে।’  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ৩৯তম বিশেষ বিসিএসে ৪ হাজার ৪৪৩ জনকে স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ২০৩ জন আর সহকারী ডেন্টাল সার্জন পদে ২৪০ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে।

গত বছরের ১০ এপ্রিল ৩৯ তম বিশেষ বিসেএসের আবেদনপত্র নেওয়া শুরু হয়ে শেষ হয় ৩০এপ্রিল। মোট ৩৯ হাজার ৯৫৪ জনের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হন ১৩ হাজার ৭৫০ জন। এরপর ৪ হাজার ৭৯২ জন চিকিৎসককে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ