X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘১৫ দিনে কিউলেক্স মশার ঘনত্ব রেকর্ড ছাড়াতে পারে’

জাকিয়া আহমেদ ও শাহেদ শফিক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৩

মশার লার্ভা এডিস মশা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও রাজধানীতে কিউলেক্স মশা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। পরিস্থিতি এমন হতে পারে যে, ঢাকাবাসী এত মশা এর আগে কখনও দেখেননি। মশা নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ না নিলে, আগামী ১৫ দিনে কিউলেক্স মশার ঘনত্ব রেকর্ড ছাড়াবে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজেক্টের একদল কীটতত্ত্ববিদ রাজধানীর মশার ওপর জরিপ চালিয়ে এসব তথ্য জানিয়েছে।

কীটতত্ত্ববিদরা ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মশার লার্ভা সংগ্রহ করেছেন। এগুলোর মধ্যে এডিস ও কিউলেক্স দুই প্রজাতির মশাই রয়েছে।
জরিপ দলের প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিস্থিতি এমন হতে যাচ্ছে যে, ঢাকাবাসী এর আগে এত মশা কখনও দেখেননি। তাই অতিদ্রুত মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে। নয়তো আগামী ১৫ দিনে কিউলেক্স মশার ঘনত্ব রেকর্ড ছাড়াবে।’
২০০০ সাল থেকে মশা জরিপ নিয়ে কাজ করছেন ড. কবিরুল বাশার। স্বাস্থ্য অধিদফতরের মশা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তিনি বলেন, ‘দেশে মশা নিয়ে এমন কোনও গবেষণা হয়নি যার সঙ্গে আমি ছিলাম না। সেই অভিজ্ঞতা থেকেই আমি কথাগুলো বলছি।’
মশার লার্ভা এই গবেষক বলেন, ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম অ্যান্ড প্রেডিকশন অব মসকুইটো বর্ন ডিজিজ’ শিরোনামের এই জরিপে, আগাম সতর্ক করা হচ্ছে। যাতে ভবিষ্যতে কী হতে পারে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় ঠিক করে নিতে পারি।’
ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল সর্ম্পকে কবিরুল বাশার বলেন, ‘আগামী কয়েকদিন পর বৃষ্টি হলে যদি আমরা পাত্রে বৃষ্টির পানি জমতে দিই, তবে মশা হঠাৎ করে বেড়ে যাবে। তাই এ ধরনের পাত্র ধ্বংস করতে ঢাকাজুড়ে অভিযান পরিচালনা করা দরকার।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, মশার প্রজননস্থল শনাক্ত করতে তারা বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে।
তবে সিটি করপোরেশনের অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে জানিয়ে এই গবেষক বলেন, ‘বাড়ির আশপাশে কোথাও যেন পাত্র পড়ে না থাকে, সে বিষয়ে সচেতন হতে হবে সাধারণ মানুষকেও। এডিস নিয়ন্ত্রণের কাজটা শুরু করতে হবে এ মাসেই।’
মশার লার্ভা পুরো ঢাকার মধ্যে পুরনো ঢাকার শাখারীবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা, খিলগাঁও-মুগদা, মোহাম্মদপুর-লালমাটিয়া-শ্যামলী-লিংরোড, উত্তরা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কাওরান বাজার জোন, গুলশান-বনানী এবং নিকেতন—এই ছয়টি ভাগে ভাগ করে জরিপ পরিচালনা করা হয়। জানা যায়, আগামী তিন বছর মশা জরিপের এই কার্যক্রম চলবে।
কী কারণে মশার এমন ভয়ংকর রূপ হবে জানতে চাইলে কবিরুল বাশার বলেন, ‘ঢাকার তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়া, বৃষ্টিপাত না হওয়া ও পানিতে অর্গানিক ম্যাটার বেড়ে যাওয়া—মশা হঠাৎ বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ এগুলো।’
তিনি বলেন, ‘হাফলিটার পানিতে যদি ২০০ মশার লার্ভা পাওয়া যায় তখনই একে ‘মশার ডেনসিটি অনেক’ বলা হয়ে থাকে। একইসঙ্গে এমনিতেই প্রজননস্থলে ডিম দেখা যায় না। কিন্তু আমরা ডিম ভাসতে পর্যন্ত দেখেছি। তার মানে হচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে এবার যোগ হয়েছে। আর এসব ডিম আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মশায় রূপান্তরিত হবে। তাই জরুরি ভিত্তিতে ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে কাজ করতে হবে।’
মশার লার্ভা জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে এডিস মশা নির্মূলে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডসমূহে মশার প্রজননস্থল শনাক্ত এবং ধ্বংস করার জন্য সপ্তাহব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করা হচ্ছে। কলাবাগান মাঠ থেকে আমাদের এই কর্মসূচি শুরু হবে। এছাড়া বিগত সময়ে নিয়মিত মশক নিধনকাজ চলমান ছিল। প্রতিটি ওয়ার্ডে জনবল ও যন্ত্রপাতি বাড়ানো হয়েছে। আমরা সব ধরনের গবেষণা ও প্রতিবেদনকে আমলে নিয়েই কাজ করছি।’
তবে এ ব্যাপারে জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল