ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছর এখন পর্যন্ত মারা গেছেন ১০০ জন। যার মধ্যে দুজন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১১৯জন। এরমধ্যে ঢাকায় ২৮ জন এবং ঢাকার বাইরে ৯১ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫৭।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৫৬ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ১৮০ জন। বাকি ৭৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ২৭ হাজার ৭৭৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৭ হাজার ৪২৩ জন।