‘কখনও খুব আগে নয়, কখনও খুব পরে নয়’ প্রতিপাদ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব আলঝাইমারস (ডিমেনশিয়া) দিবস-২০২৩ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার আগে প্রধান অতিথি বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আলঝাইমারস বা ডিমেনশিয়া একটি জটিল নিউরো ডিজেনারেটিভ রোগ। এ রোগের মূল লক্ষণ হচ্ছে সব জিনিস ভুলে যাওয়া, কিছু মনে রাখতে না পারা। পরে সেটা বাড়তে বাড়তে কথা বুঝতে না পারা, ভাষা চিনতে বা বলতে না পারা, মুড সুইং, হারিয়ে যাওয়ার সমস্যা বাড়তে থাকে। তাই এই রোগ সম্পর্কে যথেষ্ট জ্ঞান এবং সচেতনতা প্রয়োজন।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, করোনার পর অনেক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে। করোনার পর আমরা অনেক রোগী পেয়েছি যারা মোবাইল হাতে কল দিতে গিয়ে কাকে কল দিতে হবে সেটি ভুল যায়। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যরা যেন সহযোগিতা করে সে দিকে নজর দিতে হবে। এছাড়া যারা ভুলে যান, তারা কখন কী করতে হবে সেটি ডায়রিতে লিখে রাখতে হবে। প্রয়োজনে চিকিৎসকরে পরামর্শ নিতে হবে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য ( গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূইয়া, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ্ সবুজ, অধ্যাপক ডা. মো. আহসান হাবীব, অধিকতর উন্নয়ন প্রকল্পগুলোর পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহুরা, নিউরোলজি বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট প্রমুখ উপস্থিত ছিলেন।
আলঝেইমার কি
আলঝেইমার একটি স্নায়ুক্ষয়জনিত রোগ। সাধারণত ষাটোর্ধ্ব ব্যক্তিরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। তবে কম বয়সেও অনেকে আক্রান্ত হন। এই রোগের প্রধান লক্ষণ হিসেবে দেখা যায়, আক্রান্ত ব্যক্তির স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে যায়। মস্তিষ্কের বিভিন্ন কার্যক্ষমতাও লোপ পায়। প্রতি তিন সেকেন্ডে একজন এই রোগে আক্রান্ত হচ্ছেন। দিন দিন এই রোগ গোটা বিশ্বে এই রোগ বেড়েই চলেছে। তাই যাতে সাধারণ মানুষ এই রোগটা নিয়ে সচেতন হয়, সতর্ক হয় তার জন্যই ২১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় অ্যালঝাইমার্স ডে। এটি একটি নিউরোডিজেনেরেটিভ রোগ যা ধীরে ধীরে শুরু হয় এবং পরে ভয়াবহ আকার ধারণ করে। ৬০ থেকে ৭০ শতাংশ কেসেই এটা ডিমেনশিয়ার মূল কারণ হয়ে দাঁড়ায়। অ্যালজাইমার্স শব্দটি শুনলে যেটা আমাদের মনে পড়ে যে কথা ভুলে যাওয়া, কিছু মনে রাখতে না পারা ইত্যাদি।