গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন এবং নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫৬৬ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১১৮ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪৪৮ জন।
বুধবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানায়। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ১ হাজার ৬৪১ জন। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ লাখ ১৫ হাজার ৬২৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৬১৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৬৮৮ জন। আর বাকি ১ হাজার ৯২৬ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে রোগী ছাড়া পেয়েছেন ৩ লাখ ১১ হাজার ৩৬৮ জন।