X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আগুনে দগ্ধ চিকিৎসককে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৮

প্রাক্তন স্বামীর দেওয়া আগুনে মারাত্মক দগ্ধ চিকিৎসক ডা. লতা আক্তারকে দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে তিনি চিকিৎসাধীন ডা. লতা আক্তারকে দেখতে যান এবং তার চিকিৎসার সর্বশেষ খোঁজ-খবর নেন।

এ সময় কর্তব্যরত চিকিৎসকরা লতার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানান। তার শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে বলেও জানান। পুরো ঘটনা শুনে এবং এর তীব্রতা অনুভব করে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেন ডা. সামন্ত লাল সেন। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত কষ্টদায়ক, হৃদয়বিদারক ও দুঃখজনক। এমন ঘটনায় আসলে কেউই লাভবান হয় না, শুধু নিজেদেরই ক্ষতি। পেট্রোলে পুড়ে যাওয়া আমাদের এই চিকিৎসক রোগীর প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে সুস্থ করা বেশ কঠিন হয়ে গেছে। তবে তাকে সুস্থ করতে শেষ মুহুর্ত পর্যন্ত সব ধরনের চেষ্টাই অব্যাহত রাখতে হবে। আমরা সাধ্যের শেষ বিন্দু দিয়ে চাই সে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।’

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নরসিংদী থেকে ডা. লতা আক্তার নামে একজন চিকিৎসক রোগী ভর্তি হন। তার বার্নের পরিমাণ বর্তমানে ৯০ শতাংশ। সাবেক স্বামী খলিলুর রহমান তার গায়ে আগুন দিয়েছে বলে রোগী জানিয়েছেন। তার ডায়িং ডিক্লারেশন নেওয়া হয়েছে। উক্ত নারী ডাক্তারের গায়ে আগুন দেওয়ার পর তার স্বামী নিজের গায়েও আগুন দেয় এবং গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চিকিৎসাধীন রোগীকে দেখার সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর আহমেদুল কবীর, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক রায়হানা আউয়ালসহ অন্যান্য চিকিৎসরা উপস্থিত ছিলেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
সৈয়দপুর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
‘যে চিকিৎসককে যেখানে পদায়ন করা হবে তাকে সেখানেই থাকতে হবে’
কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘গোয়ালঘরে’ পরিণত করেছিল বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক