X
সোমবার, ০৫ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

৬ দফা দাবিতে স্বাস্থ্য অধিদফতরে মেডিক্যাল টেকনোলজিস্টদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৪, ১৮:৪০আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৮:৪০

স্বতন্ত্র পরিদফতর গঠনসহ ছয় দফা দাবিতে স্বাস্থ্য অধিদফতর অবরোধ করে বিক্ষোভ করেছেন মেডিক্যাল টেকনোলজিস্ট এবং ফার্মেসি শিক্ষার্থীরা। সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা বিক্ষোভ করেন।

অধিদফতরের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। তাতে স্বাস্থ্য অধিদফতর ভবনে বাইরে থেকে কোনও কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারেননি এবং ভেতর থেকেও কেউ বাইরে যেতে পারেননি। পরে মহাপরিচালকের আশ্বাসে তারা স্বাস্থ্য অধিদফতর ত্যাগ করেন। বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। দাবি পূরণ করা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেয় বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

বিক্ষোভকালে ‘রক্ত লাগলে রক্ত নিন, উচ্চ শিক্ষার সুযোগ দিন’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা।

স্বতন্ত্র পরিদফতর গঠন ছাড়াও মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে– ডিপ্লোমাধারীদের দশম গ্রেড (দ্বিতীয় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুপাতিক হারে পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত করা নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, গ্র্যাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধি এবং স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে, ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে (আইএইচটি) বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে একটি বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটিতে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে।

এছাড়া মেডিক্যাল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়নের পাশাপাশি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালুর দাবিও জানিয়েছেন তারা।

বেলা ১টার পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা হলেও তিনি দেশের বাইরে অবস্থান করায় আগামী বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টার দিকে স্বাস্থ্য অধিদফতরের দুটি ফটকের তালা খুলে দেন আন্দোলনকারীরা।

/এসও/আরকে/
সম্পর্কিত
৪-৫টি মোটরসাইকেলে এসে হাসনাতের গাড়িতে হামলা, প্রতিবাদে বিক্ষোভ
দাবি মানার আশ্বাস দিলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ চান একদল শিক্ষার্থী
সাত দফা দাবিতে ঢাকায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
যুক্তরাজ্যে খালেদা জিয়াকে বিদায়ে নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা
যুক্তরাজ্যে খালেদা জিয়াকে বিদায়ে নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিল এবং ‘ব্লাসফেমি আইন’ প্রণয়নের দাবি অগ্রহণযোগ্য: এইচআরএফবি
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিল এবং ‘ব্লাসফেমি আইন’ প্রণয়নের দাবি অগ্রহণযোগ্য: এইচআরএফবি
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?