X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

কোটায় উত্তীর্ণ প্রার্থীদের কাগজপত্র যাচাই করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৫, ১৯:২৮আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২০:০৬

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস পরীক্ষায় সংরক্ষিত আসনে নির্বাচিত প্রার্থীদের সনদ কিংবা প্রমাণপত্র যাচাই করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। মেডিক্যালে ভর্তির নিয়মিত আনুষ্ঠানিকতা হিসেবে এই কাজ করা হচ্ছে। কাগজপত্র যাচাই-বাছাইকালীন সময়ে এবারের পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।

সোমবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন।     

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল রবিবার (১৯ জানুয়ারি) প্রকাশিত হয়। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালার ৯ দশমিক ৩ নম্বর অনুচ্ছেদে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং পশ্চাৎপদ জনগোষ্ঠির কোটার আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে উল্লেখ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২৩ ও ২৬ জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠির কোটায় নির্বাচিত প্রার্থী এবং ২৭ জানুয়ারি, ২৮ জানুয়ারি ও  ২৯ জানুয়ারি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে (মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের পুরাতন ভবনের দ্বিতীয় তলায়) সকাল ১০টায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া এসব কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কোটা সংক্রান্ত দলিলাদি আগামী ২১ জানুয়ারির মধ্যে সফট কপি ই-মেইলে ([email protected]) পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। যাচাই-বাছাইয়ের জন্য দেওয়া তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে বলেও জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

ইমেইলে যেসব কাগজপত্র পাঠাতে হবে– ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র; এসএসসি বা সমমান পরীক্ষার সনদের কপি; এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র; রেজিস্ট্রার্ড জন্ম সনদের কপি; বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের কপি; স্থানীয় সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র; আবেদনকারির বাবা-মায়ের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত সনদের কপি; মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ২০২০ সালের ১৮ অক্টোবর জারি করা বিধি-বিধান অনুসরণ করা হবে।

পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র জমা দিতে হবে। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্রের কপি জমা দিতে হবে।

গত ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবিবার (১৯ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর থেকে প্রকাশ করা হয় এমবিবিএস পরীক্ষার ফল। এ বছর ভর্তি পরীক্ষায় ১৯৩ জন মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য কোটায় উত্তীর্ণ হন।

/এসও/আরকে/
সম্পর্কিত
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৯.০৮ শতাংশ
নর্থ সাউথে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ
রাবির ‘এ’ ইউনিটে প্রথম হয়েছেন বোরহান ও সাদিয়া
সর্বশেষ খবর
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
আর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা