রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সরকারি এ প্রতিষ্ঠানটি একটি পদে চুক্তির ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (টেকনিক্যাল), অপারেশনস
পদসংখ্যা: ১
বয়সসীমা: ১০ ডিসেম্বর, ২০২৩ তারিখে সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক মূল বেতন ১,৪৯,০০০ টাকা। এছাড়াও মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসা সুবিধা, সার্বক্ষণিক চালকসহ গাড়ির সুবিধা দেওয়া হবে।
যোগ্যতা: মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাঁচ বছর সিনিয়র ম্যানেজারিয়াল পদে (চতুর্থ গ্রেডের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার বা সমমানের পদ) এবং পাঁচ বছর জেনারেশন/ ট্রান্সমিশন/ ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি কোনও পাওয়ার ইউটিলিটি প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://dpdc.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদন ফি: ৩,০০০ টাকা।