X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে সবচেয়ে বেশি জীবাণু থাকে যেখানে

জার্নি ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯

প্লাস্টিক ট্রেগুলোতে থাকে সবচেয়ে বেশি জীবাণু যেকোনও বিমানবন্দরে সবচেয়ে বেশি জীবাণু থাকে কোন জায়গায়? ভাবছেন বাথরুমে? কিংবা লোকে লোকারণ্য ওয়েটিং এলাকায়? অথবা পাসপোর্ট চেকিং কাউন্টারে? আশ্চর্যজনক ব্যাপার হলো, এগুলোর কোনোটিই নয়।

বিএমসি ইনফেকশনস ডিজিজ জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণায় জানা গেছে, বিমানবন্দরে জীবাণু ছড়িয়ে পড়ার পেছনে সবচেয়ে বড় অপরাধী নিরাপত্তার কাজে ব্যবহৃত প্লাস্টিক ট্রেগুলো! যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহ্যাম ও ফিনিশ ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের বিশেষজ্ঞদের একটি দল এই গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে।

২০১৬ সালের শীত মৌসুমে ফিনল্যান্ডের হেলসিনকি-ভ্যান্টা বিমানবন্দরের বিভিন্ন স্থানে জীবাণুর মাত্রা নিরীক্ষা করেছে ওই বিশেষজ্ঞ দল। তখন সব জায়গায় ১০ শতাংশ ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এর মধ্যে প্লাস্টিক ট্রেগুলোতে ছিল বেশি। জীবাণু ছড়ানো অন্যান্য স্থানগুলো হলো দোকানে অর্থ আদান-প্রদানের স্থান, রেলপথের সিঁড়ি, পাসপোর্ট চেকিং কাউন্টার, শিশুদের খেলার জায়গা।

যাত্রীরা তাদের জুতা, ব্যাগ ও ইলেক্ট্রনিক্স পণ্য রাখেন প্লাস্টিকের ট্রেগুলোতে নিরাপত্তার অংশ হিসেবে যাত্রীদের প্লাস্টিক ট্রেগুলোতে নিজেদের পাসপোর্ট, ব্যাগ, জুতা, মোবাইল ফোন ও ল্যাপটপসহ ইলেক্ট্রনিক্স ও মেটাল পণ্য রাখতে হয়। পরে সেগুলো তুলে নিয়ে স্যানিটিজার দিয়ে হাত পরিষ্কার করা হয় না বেশিরভাগ মানুষের। এ কারণেই ছড়ায় জীবাণু।
ইউনিভার্সিটি অব নটিংহ্যামের স্কুল অব মেডিসিনের স্বাস্থ্য সুরক্ষা অধ্যাপক জনাথান ভ্যান ট্রেম বলেন, ‘কীভাবে ভাইরাস সংক্রমণ হয়, জনসাধারণের মধ্যে সেই সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে এই গবেষণা। মানুষ এখন ঘরের বাইরে সবসময় হাত পরিষ্কার রাখার স্বাস্থ্যকর পদ্ধতিগুলো অনুসরণ করবে।’

ফিনিশ ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের ভাইরাস বিশেষজ্ঞ নিনা আইকোনেন মনে করেন, এই গবেষণার মাধ্যমে বিমানবন্দর ডিজাইন ও সংস্কারের মতো কারিগরি উন্নয়ন সাধনে নতুন ভাবনা তৈরি হবে। পাশাপাশি বিমানবন্দরে গুরুতর সংক্রামক রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকরী পরিকল্পনাও করা সহজ করবে এটি।

সিকিউরিটি প্লাস্টিক ট্রে থেকে নিজের জিনিসপত্র নেওয়ার সময় হাতে স্যানিটিজার রাখা জরুরি নিরীক্ষা শেষে বিশেষজ্ঞদের দল পরামর্শ দিয়েছে, বিমানবন্দরে সিকিউরিটি স্ক্রিনিংয়ের আগে ও পরে যেসব স্থানে বারবার হাতের স্পর্শ প্রয়োজন হয়, সেসব স্থানে হ্যান্ড স্যানিটিজার জেলের মতো সুবিধা রাখা দরকার। এছাড়া সিকিউরিটি ট্রেগুলো নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।

এদিকে উড়োজাহাজের অভ্যন্তরও সমান অপরিচ্ছন্ন থাকে বলে বিশেষজ্ঞরা নিরীক্ষায় দেখেছেন। ২০১৫ সালে ট্রাভেলম্যাথের আরেক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। তখন জানা যায়, উড়োজাহাজের ভেতরে যাত্রীদের আসনের ওপরে হ্যান্ডব্যাগ রাখার তাকগুলোও জীবাণুতে ভরা থাকে।

সুতরাং আকাশপথে রওনা দেওয়ার আগে অথবা পরে সঙ্গে ভাইরাসও চলে আসছি কিনা কে জানে! তাই যতটা সম্ভব হাত ধুয়ে রাখা প্রয়োজন।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ