X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

জামালপুরে ঐতিহ্যবাহী জামাই মেলা

জামালপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ২০:০০আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৫৭

জামালপুরে ঐতিহ্যবাহী জামাই মেলা ব্রিটিশ আমল থেকে সুদীর্ঘ প্রায় ২০০ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জামাই মেলা। প্রতি বছর ১ চৈত্র থেকে শুরু হয়ে এর মূল আয়োজন চলে ৩ চৈত্র পর্যন্ত। শনিবার (১৬ মার্চ) সকালে জামালপুরে সদর উপজেলার পূর্ব এলাকার ৭ নং ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর বাজারে শুরু হলো এই মেলা। তাই পূর্বাঞ্চলের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

মেলা উপলক্ষে বাঁশচড়া, লক্ষ্মীরচর, নান্দিনা, নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের কেন্দ্রস্থল গোপালপুরের মেয়ে ও জামাতাকে দাওয়াত দেওয়ার প্রচলন রয়েছে। এ সময় এখানকার মেয়েরা বাবার বাড়ি ও জামাতারা শ্বশুরবাড়িতে একত্র হন। সেজন্য এটি জামাই মেলা হিসেবে পরিচিত।

জামালপুরে ঐতিহ্যবাহী জামাই মেলা মেলায় রয়েছে পুতুলনাচ, নাগরদোলা ও লাঠি খেলা। মিষ্টি-মন্ডার মধ্যে পাওয়া যাচ্ছে চমচম, গোল্লা, সন্দেশ, মুড়ি-মুড়কি, ঝুরি, বাতাসা, কদমা, নৈ-টানা ও সাজ। শিশুদের জন্য আছে বিভিন্ন প্রকার খেলনা।

আগামী ১৮ মার্চ মূল মেলা শেষ হলেও ঘর-গৃহস্থের যাবতীয় ফার্নিচার ও আসবাবপত্র থাকবে আরও ১৫ দিন। এর মধ্যে রয়েছে লোহার তৈরি দা, বটি, খুন্তি, কুড়াল, কাস্তে ও ছেনি। প্রসাধন সামগ্রীসহ বিভিন্ন পণ্য, পোশাক, মৃৎশিল্প, তৈজসপত্র, আসবাবপত্র, বেঁতের তৈরি ডালা, ডাকি, দাঁড়িপাল্লা, বাঁশের তৈরি চালুন, খালই, ধারাই, ডুলি; তালের পাতার তৈরি হাতপাখা, শীতল পাটি; সিসা ও মাটির তৈরি হাঁড়ি-পাতিলসহ গৃহস্থের বাড়ির সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রের বিপুল সমারোহ দেখা যাচ্ছে মেলায়। এছাড়া নিত্য প্রয়োজনীয় তরকারি বেগুন, আলু, করলা, তরমুজ ও সাজনাসহ বিভিন্ন প্রকার মাছ ও শাক-সবজি তো আছেই।

জামালপুরে ঐতিহ্যবাহী জামাই মেলা জানা যায়, ব্রিটিশ আমলে গোপালপুর বাজারে একটি বিরাট বটবৃক্ষ ছিল। এর নিচে বারুনি স্নান উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের জমায়েত হতো। এ উপলক্ষে সেখানে মেলা বসতো। সেই থেকে হিন্দুদের পাশাপাশি এলাকার মুসলমানরাও একই স্থানে মেলা শুরু করে। সেই থেকে মুসলিমরা এটাকে ইসলামি মেলা নাম দিয়ে ১ চৈত্র এর আয়োজন করে আসছেন। এখন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গোপালপুর মেলা সবার জন্য উন্মুক্ত।

জামালপুরে ঐতিহ্যবাহী জামাই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জামালপুর সদর উপজেলার ৭ নং ঘোড়াধাপ ইউনিয়নের চেয়ারম্যান দ্বীন আমিন, মেলা কমিটির সভাপতি ও ঘোড়াধাপ ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, মেলা কমিটির সাধারণ সম্পাদক সোহেলসহ এলাকাবাসী।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৮ জেলা
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৮ জেলা
তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দাবি পেট্রোল পাম্প মালিকদের
তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দাবি পেট্রোল পাম্প মালিকদের
বন্ধ করা হবে আওয়ামী লীগসংশ্লিষ্ট সব অনলাইন পেজ
বন্ধ করা হবে আওয়ামী লীগসংশ্লিষ্ট সব অনলাইন পেজ
ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন পুতিন
ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন পুতিন
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ