X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

অযোধ্যায় ১৩৩ কোটি রুপি ব্যয়ে জ্বলবে সাড়ে পাঁচ লাখ মাটির প্রদীপ

সাদ তারেক
২৬ অক্টোবর ২০১৯, ১৬:২৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৬:২৭

অযোধ্যায় গত বছর জ্বালানো হয় তিন লাখ মাটির প্রদীপ দশেরায় রাবণবধ করে দীপাবলিতেই নাকি ১৪ বছর পর উত্তর প্রদেশের অযোধ্যায় ফিরে এসেছিলেন রাম, সীতা ও লক্ষ্মণ। তাদের ফেরার আনন্দে প্রদীপ জ্বালিয়ে সেজে উঠেছিল গোটা শহর। সেই থেকে দিওয়ালি তথা দীপাবলি উদযাপনের প্রথা শুরু হয়। এ উপলক্ষে গোটা ভারতবর্ষ এখন দীপ জ্বেলে উৎসবের আনন্দে মাতে।

প্রতিবারের মতো এবারও প্রস্তুত অযোধ্যা। অন্যান্যবারের তুলনায় ব্যাপক আকারে রূপ নিচ্ছে এই আয়োজন। এবার সাড়ে পাঁচ লাখ প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে তৈরি শহরটি। ‘দীপোৎসব’ কিংবা ‘দ্য ফেস্টিভ্যাল অব ল্যাম্পস’-এর জন্য খরচ হচ্ছে ১৩৩ কোটি রুপি! উৎসব চলবে শনিবার (২৬ অক্টোবর) থেকে পাঁচ দিন। আর আজ জ্বালানো হবে লাখ লাখ মাটির প্রদীপ।

২০১৭ সালে ক্ষমতায় এসেই উত্তর প্রদেশের এই শহরে দীপোৎসব শুরু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার উদ্যোগে এবারের আয়োজন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। অযোধ্যার দীপাবলি উৎসবের সব খরচ বহন করছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যসভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত।

এর আগে অযোধ্যার দীপোৎসবের যাবতীয় খরচ বহন করতো উত্তর প্রদেশ পর্যটন বিভাগ। তবে এ বছর জেলা প্রশাসনের মাধ্যমে উৎসবের তহবিল সংগ্রহ করেছে রাজ্য সরকার।

ইউপি সরকারের মুখপাত্র শ্রীকান্ত শর্মা জানিয়েছেন, এতদিন পর্যটন বিভাগ দীপোৎসব আয়োজন করে এসেছে। তবে এবার রাজ্য সরকার এই দায়িত্ব নিয়েছে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাঁচ দিনের এই উৎসবে দারুণ কিছু পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

পর্যটনকে চাঙা করতে এমন আয়োজন ইতিবাচক প্রভাব ফেলবে মনে করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ভেদ প্রকাশ গুপ্তা। তিনি বলেন, ‘১৩০ কোটি রুপির ওপরে খরচ করে এবার উৎসব করছে রাজ্য সরকার। দীপোৎসবের পেছনের দৃষ্টিভঙ্গি কেবল আধ্যাত্মিক নয়, এই অঞ্চলের পর্যটনকেও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে এটি।’

১৩৩ কোটি রুপি যে উৎসবের পেছনে ব্যয় হচ্ছে, তার আকর্ষণ নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না। অযোধ্যার এবারের দীপোৎসব যে আগের সব আয়োজনকে ছাড়িয়ে যাবে, তা বলারও অপেক্ষা রাখে না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ব্যাপার তো থাকছেই।

গত বছরেই অযোধ্যার দীপোৎসব নাম তোলে গিনেস বুকে। ২০১৮ সালের ৭ নভেম্বর সরয়ূ নদীর তীরে ৪৫ মিনিট ধরে জ্বলেছিল ৩ লাখ ১ হাজার ১৫২টি মাটির প্রদীপ। এবার প্রদীপের সংখ্যা সাড়ে ৫ লাখ। ফলে উৎসবের মাত্রা হবে আরও ব্যাপক। রামের জন্মভূমি হিসেবে কথিত অযোধ্যায় দীপাবলি উদযাপন যে বিশেষ রূপে হবে তা বলাই যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন-

দীপাবলিতে তিন লাখ মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়লো অযোধ্যা



 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তোমার গানের ওপারে
তোমার গানের ওপারে
বার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ 
চ্যাম্পিয়নস লিগবার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ 
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ