X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এভারেস্টে ফ্যাশন শো করে গিনেস বুকে নেপাল

জার্নি ডেস্ক
৩১ জানুয়ারি ২০২০, ১৬:৪৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৬:৪৯

এভারেস্টে রেকর্ডের পর আয়োজক ও মডেলরা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে প্রথমবার ফ্যাশন শো আয়োজন করে ইতিহাস গড়েছে নেপাল। এর শিরোনাম ছিল ‘মাউন্ট এভারেস্ট ফ্যাশন রানওয়ে’। এভারেস্ট বেজক্যাম্পের কাছে কালাপাথরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৪০ মিটার উচ্চতায় এটি অনুষ্ঠিত হয়। এত উঁচুতে বড় পরিসরে এমন আয়োজনের জন্য নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে নেপাল।

ফ্যাশন শোটি ছিল নেপাল ট্যুরিজম বোর্ডের ‘ভিজিট নেপাল ইয়ার ২০২০’ প্রচারণার অংশ। এ বছর সারাবিশ্ব থেকে ২০ লাখ ভ্রমণপিপাসু পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দেশটি। এতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের মডেল এভারেস্টে পা রাখেন। তাদের মধ্যে নেপাল ছাড়াও ছিলেন ইতালি, ফিনল্যান্ড, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার মডেলরা।

এত উঁচু স্থানে এমন আয়োজনের প্রাথমিক লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। একইসঙ্গে যেকোনও কার্যক্রমের পর্যটন গন্তব্য হিসেবে নেপালের ভাবমূর্তি বাড়ানো।

জানা গেছে, সুসংগঠিত আয়োজনে এভারেস্টে ফ্যাশন শো হয়েছে। সবকিছু ছিল আয়োজকদের নিয়ন্ত্রণে। গত ১৮ জানুয়ারি ৪৮ জনের একটি দল লুকলা থেকে কালাপাথরের উদ্দেশে হাঁটা পথে কঠিন যাত্রা শুরু করে। এ সময় প্রত্যেকে জীবাণুবিয়োজ্য পোশাক ব্যবহার করেন। এছাড়া তাদের কাছে ছিল ডিটারজেন্ট, শ্যাম্পু এবং দূষণ সীমাবদ্ধ রাখার সৌর প্রযুক্তি।

এভারেস্টের রানওয়েতে মডেলরা পোশাকের ব্র্যান্ড কাসা’র বিভিন্ন ডিজাইন তুলে ধরেন। এগুলোতে ব্যবহৃত উপকরণগুলো হলো নেপালি পশমিনা ও ইয়াকের পশম।

পুরো আয়োজন পরিণত হয়েছে একটি রিয়েলিটি শোতে। এ বছরের এপ্রিল ও মে মাসে টিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি। ফ্যাশন শোতে নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিবরা এবং নেপাল ট্যুরিজম বোর্ডের জ্যেষ্ঠ পরিচালক ছিলেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ