X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মাস্ক না পরায় বিমান থেকে নামিয়ে দেওয়া হলো যাত্রীকে

জার্নি ডেস্ক
২১ জুন ২০২০, ২০:২৩আপডেট : ২১ জুন ২০২০, ২০:২৩

আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে একজন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে। কারণ কোভিড-১৯ সুরক্ষা নীতি মেনে মাস্ক ব্যবহারে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে গত ১৭ জুন টেক্সাসের ডালাস যেতে চেয়েছিলেন ওই যাত্রী। কিন্তু আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ১২৬৩ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। কারণ তিনি মুখে মাস্ক ব্যবহার করতে চাননি। তার কথায়, ফ্লাইটে মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখার কোনও আইন আমেরিকায় নেই। যদি অসুস্থতার কারণে ফেস মাস্ক ব্যবহার অসুবিধার হয় তাহলে তাকে চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে বলেন কেবিন ক্রুরা। কিন্তু তিনি উল্টো বলেন, ‘মাস্ক পরে থাকা কঠিন!’

যাত্রীর নাম ব্র্যান্ডন স্ট্রাকা। তিনি একসময়ের অভিনেতা ও হেয়ারস্টাইলিস্ট। টুইটারে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট আছে। নিউ ইয়র্কের লাগোয়ার্ডিয়া বিমানবন্দর থেকে তিনি টুইট করেছেন, ‘মাস্ক না পারায় আমাকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এবারই প্রথম এমন ঘটলো। যদিও এটা আমেরিকান আইন নয়। আমেরিকান এয়ারলাইনসের কেবিন ক্রুরা দাবি করছিল এটাই আইন। যখন বুঝিয়ে দিলাম আইনে মাস্ক পরার বাধ্যবাধকতা নেই, তখনই আমাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।’

আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের জন্য মুখ ঢেকে রাখার প্রয়োজন না ফুরানো পর্যন্ত ব্র্যান্ডন স্ট্রাকাকে নিষিদ্ধ রাখা হবে।

গত ১৫ জুন আমেরিকান এয়ারলাইনস যাত্রীদের মুখ ঢেকে রাখার নিয়ম ঘোষণা করে। এতে বলা হয়, কোনও যাত্রী মুখ ঢেকে রাখতে আপত্তি জানালে ফ্লাইটে নেওয়া হবে না এবং ভবিষ্যতে তার ভ্রমণ নিষিদ্ধ করা হতে পারে। শুধু অসুস্থ, শিশু ও খাবারের সময় মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই।

আমেরিকান এয়ারলাইনসের বিমান করোনাভাইরাস মহামারিতে ঝুঁকি কমাতে ফেস মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করেছে বিশ্বের অনেক বিমান সংস্থা। আমেরিকায় যদিও এমন কোনও আইন হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সব এয়ারলাইনস মে মাসের মাঝামাঝি থেকে যাত্রী ও কেবিন ক্রুদের মাস্ক ব্যবহার করতে বলছে।

গত ২৪ এপ্রিল থেকে ইউনাইটেড এয়ারলাইনসের কর্মীরা মাস্ক ব্যবহার করছেন। এরপর ৪ মে থেকে যাত্রীদের ওপর একই নিয়ম আরোপ করে আমেরিকান সংস্থাটি। গত ১৮ জুন এক ঘোষণায় তারা জানায়, ফ্লাইটে মাস্ক ব্যবহার না করলে যেকোনও যাত্রীকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হবে।
মাস্ক ব্যবহারের একই নীতি বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইনস, হাওয়াইয়ান এয়ারলাইনস, জেটব্লু এয়ারওয়েজ, ডেল্টা এয়ার লাইনস ও সাউথওয়েস্ট এয়ারলাইনস।
তথ্যসূত্র: বিবিসি


/জেএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
ফ্লাইটে বার্ড হিট, মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান
সর্বশেষ খবর
নেত্রকোনায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া আ.লীগ নেতা গ্রেফতার
নেত্রকোনায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া আ.লীগ নেতা গ্রেফতার
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত