X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বিবিআইএন পর্যটন কমিটির নতুন সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ২৩:৩০আপডেট : ২৯ জুন ২০২০, ০০:০৯

এইচ এম হাকিম আলী বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল) চেম্বার অব কমার্সের পর্যটন কমিটির সভাপতির দায়িত্ব পেলেন এইচ এম হাকিম আলী। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) সভাপতি তিনি। ৫০ বছরের বেশি সময় ধরে দেশে পর্যটন খাতে ব্যবসার অভিজ্ঞতা রয়েছে তার।
সম্প্রতি বিবিআইএন চেয়ারম্যান এস কৃষ্ণকুমার পর্যটন কমিটির সভাপতি হিসেবে এইচ এম হাকিম আলীর নাম ঘোষণা করেন। রবিবার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানায় বিহা।
নতুন দায়িত্ব পেয়ে আঞ্চলিক পর্যটন আরও বেশি গতিশীল রাখতে কাজ করবেন বলে জানালেন এইচ এম হাকিম আলী। তিনি বলেন- ‘বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যকার সম্পর্ক কাজে লাগিয়ে সারাবিশ্বের মানুষকে আরও বেশি সম্পৃক্ত করা সম্ভব। বাংলাদেশ আঞ্চলিকভাবে সুবিধাটি পাবে। এর মাধ্যমে আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
চার দেশের সাধারণ চাহিদা ও স্বার্থ বিবেচনায় বিবিআইএন চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়েছে। এটি বাণিজ্য ও বাণিজ্যের বিকাশ, দক্ষতা উন্নয়ন, কৃষিতে সুযোগ চিহ্নিতকরণ, বিদ্যুৎ, পর্যটন, পরিবহন ও অবকাঠামো হিসেবে চতুর্ভুজ চুক্তিগুলো কার্যকর, বাস্তবায়ন ও পর্যালোচনার জন্য সদস্য রাষ্ট্রগুলোর সরকারি প্রতিনিধির মাধ্যমে মিলিত হয়।

এইচ এম হাকিম আলী এখন কয়েকটি দায়িত্ব পালন করছেন। এগুলো হলো- হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক (প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা), চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও), সাউথ এশিয়া ট্যুরিজম ফেডারেশন এবং বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের সভাপতি।
এইচ এম হাকিম আলী ১৯৭২ সালে বাংলাদেশে প্রথম ট্যুর অপারেটিং ব্যবসা শুরু করেন। লন্ডনের ইন্টারন্যাশনাল বায়োগ্রাফি সেন্টার তাকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ সম্মান দিয়েছে। যুক্তরাজ্যের হোটেল অ্যান্ড ক্যাটারিং আন্তর্জাতিক পরিচালনা সমিতির সদস্য ছিলেন তিনি। দেশে পর্যটনের উন্নয়ন ও প্রসারে ভূমিকা রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল