X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

উড়োজাহাজের জানালায় মৌমাছির ঝাঁকের কারণে ফ্লাইট দেরি

জার্নি ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০২

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ককপিটে মৌমাছির ঝাঁক প্রতিকূল আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি, উড়োজাহাজের দেরিতে আগমন– ফ্লাইট সাধারণত এসব কারণেই দেরি হয়ে থাকে। এ তালিকায় এবার মৌমাছির ঝাঁকও যুক্ত করতে হবে!

গত ১৫ সেপ্টেম্বর সকালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৭৪৩ কলকাতা থেকে আগরতলা আসছিল। কিন্তু ককপিটের বাঁ-দিকের জানালায় মৌমাছির ঝাঁক জড়ো হওয়ায় আড়াই ঘণ্টা দেরিতে ছেড়েছে উড়োজাহাজটি। কারণ পাইলটের বাইরে তাকাতে অসুবিধা হচ্ছিল। উইন্ডস্ক্রিন ওয়াইপার দিয়েও মৌমাছির দলকে সরানো যায়নি।

পরে বিমানবন্দর দমকলকর্মীরা জলকামান দিয়ে পানি ছিটানোর পর মৌমাছির ঝাঁক উড়োজাহাজের জানালা থেকে সরে যায়।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটির দেড় ঘণ্টা দেরি হয়ে গিয়েছিল। পরে মৌমাছির কারণে আধঘণ্টা আটকে থাকতে হয়েছে আকাশযানটিকে। অথচ কলকাতা থেকে আগরতলা যেতে লাগে মাত্র একঘণ্টা।

নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরের পরিচালক কৌশিক ভট্টাচার্য জানান, উড্ডয়নের নির্ধারিত সময়ে পার্কিং বে ছেড়ে গিয়েছিল উড়োজাহাজটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আবারও ফিরে আসে। এ কারণে দেড় ঘণ্টা দেরি হয়। এরপরই হাজারও মৌমাছির ঝাঁক জড়ো হয় ককপিটের জানালায়। এয়ার ইন্ডিয়ার কর্মীরা আমাদের জানানোর পর বিমানবন্দরের ভেতরে ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনীকে পাঠানো হয়। তারা জলকামান ব্যবহার করে মৌমাছির দলকে সরিয়ে দিতে পেরেছে।’

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর ফ্লাইটটি কলকাতা থেকে রওনা দেয়। উড়োজাহাজে ছিলেন ১৩৬ জন যাত্রী। তাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

কৌশিক ভট্টাচার্য আরও জানান, বিমানবন্দরের অভ্যন্তরে মৌমাছি জড়ো হতে পারে এমন কিছু তারা খুঁজে পাননি। তাদের ধারণা, বাইরে থেকে উড়ে এসেছে এগুলো।

কলকাতা বিমানবন্দর ভারতের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম। বছরে ২ কোটি ১৮ লাখ যাত্রী এটি ব্যবহার করে। ধারণা করা হচ্ছে, ২০২১ সালের মধ্যে এই সংখ্যা ৪ কোটিতে দাঁড়াবে।

ভারতের আধুনিক বিমানবন্দরগুলোর মধ্যেও কলকাতা অন্যতম। এখানে বিদ্যুৎ উৎপাদনে সোলার প্যানেল ব্যবহার করা হয়।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ