X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

হোটেলের হারানো জিনিস ফিরিয়ে দিলে বিনামূল্যে সাত রাত থাকার সুযোগ!

জার্নি ডেস্ক
১২ এপ্রিল ২০১৯, ২০:০০আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:৪৩

দ্য রুজভেল্ট নিউ অরলিন্স, অ্যা ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেল বিলাসবহুল হোটেল কিংবা রিসোর্টে থাকার পর অনেকেই মনের ভুলে কিংবা অনেকটা ইচ্ছে করেই গোপনে কিছু জিনিস ব্যাগের ভেতর ভরে ফেলেন! পরে হয়তো এ নিয়ে অনুতপ্ত হন তারা। এর মধ্যে থাকে রুমে ব্যবহারের জন্য দেওয়া বাথরোব থেকে শুরু করে স্লিপার, হেয়ার ড্রায়ার, সুদৃশ্য গ্লাসসহ অনেক কিছু। 

যুক্তরাষ্ট্রের দ্য রুজভেল্ট নিউ অরলিন্স, অ্যা ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেল থেকেও অতিথিরা অজান্তে অসংখ্য জিনিস নিজেদের ব্যাগে ঢুকিয়ে চেক-আউট করে চলে গেছেন। মজার বিষয় হলো, চুরি হওয়া জিনিস ফিরে পেতে অভিনব এক উদ্যোগ নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। কেউ সেগুলো ফিরিয়ে দিলে ঐতিহাসিক এই হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটে বিনামূল্যে সাত রাত থাকা যাবে! ফলে চেক-আউটের সময় নিয়ে যাওয়া জিনিসগুলো কাজে লাগানোর এটাই সুবর্ণ সুযোগ। 

প্রেসিডেন্সিয়াল স্যুটের প্রতি রাতের ভাড়া ১৫ হাজার মার্কিন ডলার (১২ লাখ ৬০ হাজার টাকা)। সাত দিন থাকতে গুনতে হবে ৮৮ লাখ ২৬ হাজার টাকা।

দ্য রুজভেল্ট নিউ অরলিন্স, অ্যা ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেল ২০১৯ সালে দ্য রুজভেল্ট নিউ অরলিন্স, অ্যা ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলের ১২৫ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে সুযোগটি দেওয়া হচ্ছে। হোটেলটির জেনারেল ম্যানেজার জানিয়েছেন, আগামী ১ জুলাই পর্যন্ত পুরনো জিনিসের বিনিময়ে তারা অতিথিদের সাত রাত থাকার সুযোগ দেবেন। হোটেলটির সমৃদ্ধ ইতিহাসের দিকে তাকালে উদ্যোগটি সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ এখানকার প্রতিটি জিনিস কালের সাক্ষী।

জানা গেছে, আগ্রহীরা পুরনো জিনিস অভ্যর্থনা ডেস্কে সরাসরি অথবা কুরিয়ার করে পাঠাতে পারেন। সংশ্লিষ্টরা ফিরতি কোনও প্রশ্নই করবে না। হোটেল কর্তৃপক্ষ এমন প্রতিশ্রুতিও দিয়েছে, কেউ চাইলে নিজেদের জিনিস ফিরিয়ে নিতে চাইলে ১ জুলাইয়ের পর তা বিনা শর্তে দেওয়া হবে।

দ্য রুজভেল্ট নিউ অরলিন্স, অ্যা ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেল এখন পর্যন্ত কিছু বাসন (প্লেট), পুরনো তৈজস ও টেবিল ক্লথ ফিরে এসেছে। এগুলো ডাইনিং রুম থেকে খোয়া গিয়েছিল। কিছু অতিথি বড়সড় পিতলের চাবি, ফুলদানি, বিবর্ণ মেন্যু তালিকা দিয়ে গেছেন।

১৮৯৩ সালে গড়ে ওঠে দ্য রুজভেল্ট নিউ অরলিন্স, অ্যা ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেল। এতে প্রায় ৫০০ রুম ও স্যুট রয়েছে। তবে বেশ কয়েকবার এটি সংস্কার করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ