X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দেশের এভিয়েশন খাতে দক্ষতা ও সাফল্যের সঙ্গে নারীদের এগিয়ে চলা

জার্নি রিপোর্ট
০৮ মার্চ ২০১৯, ১৮:০০আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৮:৩২

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কর্মরত নারীদের কয়েকজন ঘরে-বাইরে বিভিন্ন দায়িত্ব সামলানোর পাশাপাশি এভিয়েশন খাতে উড়োজাহাজ চালানো (পাইলট), এয়ার ট্রাফিক কন্ট্রোল, নিরাপত্তা, প্রকৌশল, টিকিট বিক্রিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতা ও সাফল্যের সঙ্গে কাজ করছেন নারীরা। এই সংখ্যা সহস্রাধিক। পুরুষ সহকর্মীদের সঙ্গে সমানতালে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করছেন নারীরা। সংশ্লিষ্টদের মন্তব্য, উৎসাহ আর সুযোগ অব্যাহত থাকলে এভিয়েশন খাতে আরও বেশি আগ্রহী হবেন তারা।

দেশের এভিয়েশন খাতের নিয়ন্ত্রণ সংস্থা সিভিল এভিয়েশন অথরিটিতে প্রায় তিন হাজার কর্মীর মধ্যে নারী ৩২৩ জন। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বর্তমানে কাজ করছেন তিন হাজারেরও বেশি কর্মী। এর মধ্যে ৪১৬ জন নারী বিভিন্ন দায়িত্বে রয়েছেন। বিমানের ১৪০ জন পাইলটের মধ্যে নারী ৯ জন। তাদের নারী কেবিন ক্রুর সংখ্যা ১৭২। নিরাপত্তা, ট্রাফিক কন্ট্রোল, ফ্লাইট অপারেশন, মার্কেটিংসহ অন্যান্য বিভাগে নারীকর্মী ২৩৫ জন। বিমানের প্রকৌশল বিভাগে প্রায় ৬১১ জন কর্মী রয়েছেন। এর মধ্যে নারী প্রায় ১০ জন।

বেসরকারি ও বিদেশি এয়ারলাইনসগুলোতেও কাজ করছেন নারীরা। নভোএয়ারের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৬৪২ জন। এর মধ্যে নারীকর্মী ৪৫ জন। রিজেন্ট এয়ারওয়েজে কাজ করছেন ৭৭৯ জন, এর মধ্যে নারীকর্মী ১২৫ জন। এয়ারলাইনসটির ৬৪ জন পাইলটের মধ্যে নারী চারজন। নারী কেবিন ক্রুর সংখ্যা ৪৮ জন। ফ্লাইট অপারেশন, মার্কেটিংসহ অন্যান্য বিভাগে নারীকর্মীর সংখ্যা ৭৩। ইউএস বাংলা এয়ারলাইনসে কর্মীর সংখ্যা ১ হাজার ২০০। এর মধ্যে নারী ১৫০ জন। তাদের নারী পাইলট ছয় জন, নারী কেবিন ক্রু ৪৬ জন।

আকাশে ওড়ার আগে উড়োজাহাজের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও চেক সম্পন্ন করেন এভিয়েশন প্রকৌশলী নারীরা। প্রতিটি উড়োজাহাজে নির্দিষ্ট সময় পরপর এ-চেক, সি-চেকসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করতে হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগ নিজস্ব বহরের উড়োজাহাজের লাইন মেইন্টেন্যান্স, বেজ মেইন্টেনেন্স, রুটিন ও নন-রুটিন সার্ভিসসহ যাবতীয় রক্ষণাবেক্ষণ করে থাকে। নিজেদের উড়োজাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি বিভিন্ন দেশি ও বিদেশি এয়ারলাইনসকে প্রকৌশল সেবা দেয় তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কর্মরত নারীদের কয়েকজন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘বিমানের গ্রাউন্ড সার্ভিস, প্রকৌশলসহ বিভিন্ন বিভাগে নারীরা দক্ষতার পরিচয় দিচ্ছেন। আমাদের দেশের নারীরা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে।’

এভিয়েশন খাতে আগ্রহ থাকলে নারীদের কর্মসংস্থান বাড়বে বলে মনে করেন বিমান বাংলাদেশ এয়ালাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসাদ্দিক আহমেদ। একইভাবে সিভিল এভিয়েশন অথরিটির সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এ মোস্তাফিজুর রহমানের মন্তব্য, নারীরা অনেক ভালো কাজ করছেন। ভবিষ্যতে নারীদের অংশগ্রহণ বাড়বে বলে আশাবাদী তিনি।

তবে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এটিএম নজরুল ইসলাম উল্লেখ করেন, পাইলট বা এভিয়েশন প্রকৌশলে পড়াশোনা অন্যান্য ক্ষেত্রের চেয়ে একটু ব্যয়বহুল। তাই অনেক পরিবার মেয়েদের এ বিষয়ে পড়াতে চায় না। এ কারণে নারীকর্মী তৈরি হচ্ছে না। তবুও পেশাগত ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি