X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চাঙ্গি বিমানবন্দরকে আবারও ভোগালো ড্রোন

জার্নি ডেস্ক
২৫ জুন ২০১৯, ২২:৪৬আপডেট : ২৬ জুন ২০১৯, ১৯:৩৭

চাঙ্গি বিমানবন্দর ড্রোন দেখা যাওয়ায় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে আবারও বিমান চলাচল কার্যক্রম ব্যাহত হয়েছে। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় ১৫টি ফ্লাইট দেরিতে ছেড়েছে। একইসঙ্গে তিনটি ফ্লাইট রানওয়েতে দেরি করে নেমেছে। আর সাতটি ফ্লাইটের অবতরণ অন্যত্র সরিয়ে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার সিঙ্গাপুরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএস) এসব তথ্য জানিয়েছে।

এ নিয়ে এক সপ্তাহে দু’বার ড্রোনের কারণে টানা সাতবার বিশ্বসেরা বিমানবন্দরের স্বীকৃতি পাওয়া চাঙ্গির কার্যক্রম ব্যাহত হলো। এর আগে গত ১৮ জুন ৩৭টি ফ্লাইটের যাত্রায় বিলম্ব ঘটে। ওইদিন রাত ১১টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত চাঙ্গির একটি রানওয়ে বন্ধ রাখা হয়।

সিঙ্গাপুর আর্মড ফোর্সেস ও সিঙ্গাপুর পুলিশ ফোর্সসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এখন দুটি ঘটনার তদন্ত চলছে। সিএএএস সতর্ক করে বলেছে, ‘জনসাধারণের মনে রাখতে হবে, চালকহীন আকাশযান পরিচালনাকে এভিয়েশন শিল্পে গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়। এ ধরনের কাজ সবার নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে।’

সিঙ্গাপুরে যেকোনও বিমানবন্দরের পাঁচ কিলোমিটারের (৩ দশমিক ১ মাইল) মধ্যে অনুমতি ছাড়া ড্রোন চালানো অবৈধ। তাই ড্রোন যে চালিয়েছে তাকে একবছর কারাদণ্ড অথবা ২০ হাজার মার্কিন ডলার (প্রায় ১৭ লাখ টাকা) জরিমানা করা হবে।

চাঙ্গি বিমানবন্দর গত বছরের ডিসেম্বরে ড্রোন দেখা যাওয়ায় যুক্তরাজ্যের দ্বিতীয় ব্যস্ততম গ্যাটউইক বিমানবন্দরের (লন্ডন) কার্যক্রম ৩৬ ঘণ্টা ব্যাহত হয়েছিল। তখন একহাজার ফ্লাইট বাতিল করা হয়। এ কারণে ১ লাখ ৪০ হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়ে।

ড্রোনের কারণে এ বছর লন্ডনের হিথ্রো বিমানবন্দর, নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও ডাবলিন বিমানবন্দরে ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়। এ কারণে ড্রোনবিরোধী প্রযুক্তির পেছনে কোটি কোটি পাউন্ড ব্যয় করেছে গ্যাটউইক ও হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি, সিএনএন
আরও পড়ুন-

সিঙ্গাপুরের চাঙ্গি সপ্তমবারের মতো বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত

সিঙ্গাপুরে বিশ্বের সবচেয়ে লম্বা ইনডোর ঝরনা নিয়ে ‘জুয়েল’ চালু

চাঙ্গি বিমানবন্দরে ১০ হাজার ৪৮০ কোটি ৭৫ লাখ টাকার ঝরনা ও বনাঞ্চল

সংযোগে বিশ্বসেরা বিমানবন্দরের স্বীকৃতি পেলো লন্ডনের হিথ্রো

 

/জেএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
ফ্লাইটে বার্ড হিট, মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি