X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু ২৬ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:১২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:১২

এশিয়ান ট্যুরিজম ফেয়ার নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজক ও অতিথিরা বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে ঢাকায় হতে যাচ্ছে তিন দিনের এশিয়ান ট্যুরিজম ফেয়ার। আগামী ২৬ সেপ্টেম্বর এর উদ্বোধন হবে। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে এই আয়োজন। মেলা চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এশিয়ান ট্যুরিজম ফেয়ারের অষ্টম আসর বসবে এবার। ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় মেলা উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, ‘এ আয়োজনে ১৩০টি স্টলে অংশগ্রহণ করবে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের বিভিন্ন পর্যটন সংস্থা। আসন্ন পর্যটন মৌসুমে দেশ-বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড় মিলবে মেলায়। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিমপার্কসহ বিনোদনকেন্দ্রিক আরও অনেক প্রতিষ্ঠান।’

মেলা পরিচালক বোরহান উদ্দিন জানান, উদ্বোধনী দিনে বিকেলে চীনা জাতীয় পর্যটন সংস্থার পরিবেশনা থাকবে। আর দ্বিতীয় ও তৃতীয় দিন বিকেলে রয়েছে বাংলাদেশ, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড থেকে মেলার ভেন্যু পর্যন্ত ফ্রি শাটল বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। 

মেলার প্রবেশমূল্য ৩০ টাকা। তবে বাংলালিংক এসএমএসে পাঠানো লিংকের (www.dhakadinnercruise.com/atf-entryticket) মাধ্যমে অথবা অনলাইনে নাম নিবন্ধন করলেই বাংলালিংক অথবা ঢাকা ডিনার ক্রুজের সৌজন্যে ইমেইলে পাওয়া যাবে মেলায় প্রবেশের ফ্রি টিকিট।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে আরও ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক আবদুস সামাদ, বিমসটেক সচিবালয়ের পরিচালক ড. দামারু বাল্লাবাহ পাউডেল, ইন্দোনেশিয়া দূতাবাসের তৃতীয় সচিব মুর্নি নায়ারিস্তি, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের জেনারেল ম্যানেজার আলেকজান্ডার হৈজলার, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্রিয়াব) সভাপতি খবির উদ্দিন আহমেদ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি মঞ্জুর মোরশেদ প্রমুখ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন