X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

ছবিতে নারায়ণগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ আগস্ট ২০১৬, ২১:৩২আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২১:৩৮

নারায়ণগঞ্জের পাইকপাড়া বড় কবরস্থান এলাকার জঙ্গি আস্তানায় চালানো অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়। সেখান থেকে ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী রচিত রিয়াদুস সালেহীন বই, মাইসেল মোবাইল ফোন কোম্পানির ব্যাগ, পাশে বেশ কিছু মোটা বই, চশমা, ভাঙ্গা দুরবিনসহ বেশ কিছু জিনিস উদ্ধার করেছে পুলিশ।

জঙ্গি আস্তানায় পড়ে আছে নিহত এক জঙ্গি এছাড়াও একে-২২ রাইফেল, পিস্তল ও ধারালো অস্ত্র অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, কল্যাণপুরে অভিযান শেষে জঙ্গি আস্তানা থেকে একই ধরনের পিস্তল ও গ্রেনেড উদ্ধার করা হয়েছিল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের সদস্যরা শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ অভিযান চালায়। অভিযানের আগে অপারেশন ‘হিট স্ট্রং-২৭’ শুরুর আগে জঙ্গিরা সব নথিপত্র পুড়িয়ে ফেলে।

বাংলা ট্রিবিউনের ছবিতে দেখা যায়, চারপাশে গাছওয়ালা তিন তলা বাড়িটির নির্মাণ কাজ এখনো শেষ হয়নি, সাদামাটা বাড়িটির রঙও করা হয়নি। সাদা গ্রিলের বারান্দা এবং নীল-সাদা মোজাইকের কাজ কেবল রয়েছে বারান্দায়, জানালায় রয়েছে নীল গ্লাস।

পাইকপাড়ার জঙ্গি আস্তানা শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আইজিপি এ কে এম শহীদুল হক জানান, গত জুলাই মাসে মুরাদ ও রানা নামে ওষুধ ব্যবসায়ীর পরিচয়ে নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থানের বাসাটি ভাড়া নিয়েছিল জঙ্গিরা। গুলশান ও কল্যাণপুরের অভিযানের পর তারা ঢাকা ছেড়ে নারায়ণগঞ্জে আস্তানা গাড়ে।

ছবিতে দেখা যায়, এক জঙ্গি নিহত হয়ে পড়ে আছে। পাশেই রয়েছে ভাঙা প্লাস্টিকের মোড়া, প্লাস্টিকের ব্যাগ ভর্তি মাটি বা বালু আর তার ওপর দুটি ইট চাপা দেওয়া। একটি মেলামাইন প্লেটে তিন টুকরো আপেল, একটি প্লাস্টিকের জগ ও গ্লাস। এছাড়াও রয়েছে, টেবিল ল্যাম্প, প্লাস্টিকের সেলফ, গামছাসহ আনুসঙ্গিক তৈজসপত্র।
অভিযানে যাওয়া সোয়াত সদস্যরা বাড়ির বাড়িওয়ালা যাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে তিনি জানিয়েছেন, বাড়ি ভাড়া দেওয়ার পর একাধিকবার তিনি ঐ বাসায় গিয়েছেন। ভাড়াটিয়াদের কখনো রান্না করতে, কাউকে শুয়েও থাকতে দেখেছেন। গত দেড় মাসে তাদের সন্দেহজনক কিছু আমার চোখে পড়েনি বলেও জানিয়েছেন তিনি।
অভিযানের পর জঙ্গি আস্তানার ভেতরের কিছু ছবি:

জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা জিনিসপত্র

অভিযানে নিহত এক জঙ্গি

পুলিশের অভিযানে পর ঘরের মধ্যে পড়ে থাকা নিহত জঙ্গিরা

নিয়ে যাওয়া হচ্ছে নিহত জঙ্গিদের লাশ

/জেইউ/এমও/

সম্পর্কিত
পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান: ২ থানায় মামলা
নারায়ণগঞ্জের জঙ্গিদের টার্গেট ছিল পুলিশ
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কিডনি ও মানবপাচারের তথ্য এখনও পাওয়া যায়নি: ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কিডনি ও মানবপাচারের তথ্য এখনও পাওয়া যায়নি: ডিবি
বৈশ্বিক সংঘর্ষ নিয়ে পুতিনের সতর্কবার্তা
বৈশ্বিক সংঘর্ষ নিয়ে পুতিনের সতর্কবার্তা
নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার সাক্ষীরা পক্ষপাতদুষ্ট: আদালত
নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার সাক্ষীরা পক্ষপাতদুষ্ট: আদালত
শেখ হাসিনার বিজ্ঞানমনস্ক হওয়ার পেছনে ড. ওয়াজেদ মিয়ার বড় ভূমিকা ছিল: পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার বিজ্ঞানমনস্ক হওয়ার পেছনে ড. ওয়াজেদ মিয়ার বড় ভূমিকা ছিল: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা