X
বুধবার, ০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

না.গঞ্জে নিহত তিন জঙ্গির ময়নাতদন্ত ঢাকা মেডিক্যালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৬, ২২:৪৮আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২৩:২৯

নারায়ণগঞ্জে নিহত তিন জঙ্গি তামিম আহমেদ চৌধুরী, মানিক ও ইকবাল নারায়ণগঞ্জে পরিচালিত অপারেশন হিট স্ট্রং ২৭ –এ নিহত তিন জঙ্গির ময়নাতদন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হবে বলে জানা গেছে।

শনিবার রাত সাড়ে নয়টায় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জে মেডিক্যাল কলেজ না থাকার কারণে ময়নাতদন্তের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। এছাড়া ঘটনাটি বেশ স্পর্শকাতর ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কিত, সেহেতু নিহতদের ডিএনএ ও নিহত পরিবারের ডিএনএ সংরক্ষণসহ আলামত সংগ্রহ করতে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হবে।

এদিকে, রাত সাড়ে ১০টার দিকে নিহত তিনি জঙ্গি তামিম আহমেদ চৌধুরী ও মানিক ও ইকবালের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছায়। রবিবার সকাল তাদের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

এর আগে নিহত তিন জঙ্গির মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়ার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে যৌথবাহিনী নারায়ণগঞ্জের পাইকপাড়ার কবরস্থানের তিনতলা একটি বাড়িতে ‘অপারেশন: হিট স্ট্রং ২৭’ পরিচালনা করে। এতে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত তামিম আহমেদ চৌধুরী ও তার দুই সহযোগী মানিক ও ইকবাল নিহত হয়।

অপরদিকে, নারায়ণগঞ্জ থেকে আনা নিহত তিন জঙ্গির মরদেহ রাখা নিয়ে সমস্যা দেখা দেয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ সহকারী সেকান্দার আলী জানান, মর্গের পাঁচটি ফ্রিজের মধ্যে চারটিই নষ্ট। এ ছাড়া এখানকার এসি আগে থেকেই নষ্ট হয়ে আছে।হাসপাতাল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে লিখিত আবেদন করলেও আজ পর্যন্ত এর কোনও সুরাহা হয়নি।

সেকান্দার আলী জানান, মর্গের ফ্রিজে কয়েকজন বিদেশির মরদেহসহ কল্যাণপুরে নিহত নয় জঙ্গির মরদেহ কোনোমতে ঠাসাঠাসি করে রাখা হয়েছে। এর ওপর নারায়ণগঞ্জ থেকে আনা নিহত তিন জঙ্গির মরদেহ কোথায় রাখা হবে, তা নিয়ে সমস্যা দেখা দেয়।

পরে রাত ১১টার দিকে সেকান্দার আলী বাংলা ট্রিবিউনকে জানান, ফরেনসিক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফ্রিজ থেকে কয়েকটি মরদেহ ময়নাতদন্ত কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। আর নারায়ণগঞ্জ থেকে আনা নিহত তিন জঙ্গির মরদেহ রাতের জন্য ফ্রিজে রাখা হয়েছে। রবিবার সকালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হবে।
/এআইবি/এবি/



আরও পড়ুন

স্নাইপারের গুলিতে যেভাবে শেষ হলো ৩ জঙ্গি

জঙ্গি আস্তানায় দূরবীন!

 

সম্পর্কিত
অভিযান চলছে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই ভবনে
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে ভবন ঘেরাও, চলবে অভিযান
পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার
সর্বশেষ খবর
পাকিস্তানে মিসাইল ছুড়লো ভারত, নিহত ৩
পাকিস্তানে মিসাইল ছুড়লো ভারত, নিহত ৩
মায়ের কাছ থেকে ছিনিয়ে মেয়েকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
মায়ের কাছ থেকে ছিনিয়ে মেয়েকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
সাত গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার
সাত গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার
হত্যা মামলায় কারাগারে এনসিপি নেতা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
হত্যা মামলায় কারাগারে এনসিপি নেতা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ