X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাজধানীর ফুটপাতে চাঁদাবাজি: ৭২ জনের বিরুদ্ধে ৩ মামলা

ওমর ফারুক
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৭

 

চাঁদাবাজি ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে ৭২ জনকে আসামি করে রাজধানীর তিন থানায় তিনটি মামলা দায়ের করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। করপোরেশনের সহকারী সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ সামসুল আলম বাদী হয়ে মতিঝিল থানায় ১৬জন, পল্টন থানায় ৪৯জন ও ও শাহবাগ থানায় ৭ জনকে আসামি করে এ তিনটি মামলা দায়ের করেন। মতিঝিল থানার ইনস্পেক্টর (তদন্ত) গোলাম রাব্বানী, পল্টন থানার ওসি রফিকুল ইসলাম ও শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী সিটি করপোরেশনের সহকারী সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ সামসুল আলম তার এজাহারে বলেন, ‘রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসিয়ে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ব্যবসায়ীরা। এসব ব্যবসায়ীর কাছ থেকে আসামিরা প্রতিদিন ১০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছিল। ডিএসসিসির পক্ষ থেকে এসব চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে বিভিন্ন সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা তাদের হাতে লাঞ্ছিত হয়েছেন। এখনও এই চাঁদাবাজ চক্র ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছে।’

এ প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের ব্যাংক ফ্লোরে মডেল সড়কের ডিজাইন প্রদর্শনী অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) নগরীর শাহবাগ, মতিঝিল ও পল্টন থানায় ৭২ জন চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’  তিনি বলেন, ‘গুলিস্তান-মতিঝিল হকারমুক্ত করা হয়েছে। নগরবাসী এখন শান্তিতে চলাফেরা করতে পারছে। কিছু লোক বাইরে থেকে লোক ভাড়া করে এনে হকারদের পক্ষে মিছিল করাচ্ছে। এটা আইনের বরখেলাপ।’ তিনি বলেন, চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। তারা যেই হোক আইনের আওতায় আনা হবে।’ নগরীকে চাঁদাবাজমুক্ত করতে চাঁদাবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান মেয়র।
সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের প্রসঙ্গে বাংলাদেশ হকার্স ফেডারেশনের সভাপতি ও মামলার আসামি আবদুল হাশেম কবির বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে শুনেছি। প্রতিহিংসাবশত এ মামলাগুলো করা হয়েছে। মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা সবাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।’

মতিঝিল থানায় দায়েরকৃত মামলার আসামিরা হলো মো. সাইফুল ইসলাম (৫১), শিবলু (৩৬), শাহজাহান মৃধা (৪০),  মকবুল (৫০), মো. নূরুল ইসলাম (৫৫),  মো. বাবলু (৩৬), তাজুল ইসলাম (৫৭), সাদেক (৩৮), আবদুর রহিম (৫৫),  শ্রী পবন (৪৫), সাইজুদ্দিন (৫৭), আবুল কালাম জুয়েল (৪৬), আজাদ (৪৩), কালা কাশেম (৪৫), ফারুক (৪০) ও সহিদ রেজা বাচ্চু (৫০)।

শাহবাগ থানার মামলার আসামিরা হলো লম্বু শাহজাহান (৫৫),  বাবুল (৫০), মানিক (৪৫), ইমরান (৪২), দুলন (৩৮), শাহিন (৪২) ও আইয়ুব (৪২)।

পল্টন থানা মামলার আসামিরা হলো  লম্বা হারুন (৫৩), দেলু (৩৩), নাসির (৪৭),  মিন্টু (৫০), মো. আলী মিয়া (৫৭), আবদুল গফুর (৪৭),  কাদের (৪৯), খলিল (৪৭), কোটন মিয়া (৪৫), জাহাঙ্গীর (৫০), নসু (৪৭),  সাজু (৪৫), রহিম (৫০), নুরু (৪৯),  জাহাঙ্গীর (৪৮), আবুল হাসেম কবির (৪৫), আবদুল ওয়াদুদ (৫৮),  সরদার বাবুল (৫৫), বুড়া সালাম (৫৮), জুয়াড়ি সালাম (৫৫), আক্তার (৪৫), জাহাঙ্গীর (৫০) ও কালা নবি (৩৮),  আবদুর রব (৪০), কামাল (৫৭), নজরুল (৫৬),  মনির (৪২), শফিক (৩৮), মো. হাসান (৪০), সোর্স শহীদ (৫২),  বড় মিয়া (৪৫), কালাম (৫০),  বিমল বাবু (৫৫), শওকত (৪৭), হাবিব (৪৮),  ভোলা (৫৭), কানা সিরাজ (৫৮), আবদুল হান্নান (৫৫), আলমগীর (৪৫), সেকান্দার হায়াত (৪৫), মুরসিকুল ইসলাম শিমুল (৫৩), শফিকুর রহমান বাবুল (৩৯), মঞ্জুর ময়িন (৪৪), আবুল হোসাইন (৫৫), আরিফ চৌধুরী (৪৫), শ্রী খোকন মজুমদার (৫৫), খায়রুল বাশার (৪৭), রফিকুল ইসলাম (৪২), আ. সাত্তার মোল্লা (৫৭) ও আবুল হাসেম (৫৬)।

বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদন এবং হকার্স পুনর্বাসন কমিটির সদস্য ও বাংলাদেশ হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ কাশেমের সরবাহকৃত তথ্য ও প্রমাণের আলোকে ৭২ জনকে আসামি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমরা নিজেরা তদন্ত করে চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করে সিটি করপোরেশনকে দিয়েছি।’

আরও পড়ুন: পুলিশের সঙ্গে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে: আইজিপি

 /জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
বন্ধ হচ্ছে না নকল ওষুধ উৎপাদন-বিপণন, বাড়ছে উদ্বেগ
বন্ধ হচ্ছে না নকল ওষুধ উৎপাদন-বিপণন, বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ