X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শিশুর আঁকা ছবি দিয়ে কার্ড বানানো কি অপরাধ?

উদিসা ইসলাম
২০ জুলাই ২০১৭, ২১:৫৫আপডেট : ২০ জুলাই ২০১৭, ২১:৫৭

 

শিশুর আঁকা ছবি দিয়ে ছাপানো স্বাধীনতা দিবসের কার্ড শিশুর হাতে আঁকা বঙ্গবন্ধুর ছবি দিয়ে কার্ড প্রকাশ করে আদালতে হাজির হয়ে প্রথমে জামিন না পেলেও পরে জামিন পান বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারেক সালমান। এরপরই প্রশ্ন উঠেছে, শিশুর আঁকা ছবি ব্যবহার করে কার্ড বানানো কি অপরাধ? অভিযোগকারী বলছেন, ‘ছবিতে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করা হয়েছে।’ আর হুবহু সেই ছবিটি দেখে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষকরা বলছেন, ‘পঞ্চম শ্রেণির শিক্ষার্থী যে ছবি এঁকেছে, সেখানে বিকৃতির কিছু নেই, একদম ঠিক আছে। অতি উৎসাহপ্রবণতা থেকে বিষয়টিকে অপরাধ হিসেবে দেখে মামলা করা হয়েছে।’

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে শিশুর হাতে আঁকা বঙ্গবন্ধুর ছবি ‘ব্যাক কভারে’ ছাপানোয় মানহানি হয়েছে এবং ছবিটি বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে  বলে অভিযোগ এনে বরগুনার গাজী তারেক সালমানকে আসামি করে গত ৭ জুন অ্যাডভোকেট সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। কার্ড প্রকাশের সময় গাজী তারেক সালমান আগৈলঝাড়ার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।

চিত্রাঙ্কনের শিক্ষকরা বলছেন, ‘শিশুর হাতে আঁকা চিত্র কখনোই পারফেক্ট হবে না। কিন্তু আমরা শিশুটির আঁকা দেখেছি। প্রতিকৃতি কত রকমের হয়ে থাকে, এটি যদি মামলার বাদী বুঝতেন, তাহলে এই মামলা করতে যেতেন না।’ তারা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী অফিস থেকে দীর্ঘদিন ধরেই শিশুদের আাঁকা ছবি দিয়ে উৎসবের কার্ড বানানো হচ্ছে। এতে শিশুরা উৎসাহিত হচ্ছে। সেটিকে অপরাধের পর্যায়ে নিয়ে যাওয়াটা অযৌক্তিক।’

এ ধরনের একটি ইস্যুকে কেন্দ্র করে মামলা করার সমালোচনা করে আইনজীবীরা বলছেন, ‘পুরো ঘটনাকে বাদী ভিন্ন পথে নিয়ে গেছেন। এটি কোনোভাবেই মামলা করার মতো ঘটনা নয়। আর শিশুর আঁকা মূল ছবি আর কার্ডে প্রকাশিত ছবি হু্বহু এক। ফলে বিকৃত করার অভিযোগও সত্য নয় যখন, তখন মনে হচ্ছে ভিন্ন কোনও বিদ্বেষ থেকে এ ধরনের মামলা দায়েরের ঘটনা ঘটতে পারে।’

শিশুর হাতে আঁকা মূল ছবি

এ দিকে অভিযোগের শিকার ইউএনও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিনে  চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের উৎসাহিত করতে তাদের আঁকা প্রথম দু’টি ছবি দিয়ে স্বাধীনতা দিবসের কার্ড বানানোর ঘোষণা দেওয়া হয়। তাদের ছবি যেমন ছিল, ঠিক তেমনই রাখা হয়েছে। কোনো পরিবর্তন করা হয়নি। সেখানে বিকৃতির অভিযোগ কী করে আনা হয়, সে প্রশ্ন আমারও।’ তিনি আরও বলেন, ‘আগৈলঝাড়ায় কর্তব্যরত থাকার সময়ে যাদের ‍দুর্নীতি বাধাগ্রস্ত হয়েছে, যাদের স্বার্থে লেগেছে, তারাই এ ধরনের বিষয়গুলোকে ধরে আমাকে হেনস্থা করতে চেয়েছেন। এই আইনজীবীকে দিয়ে কেউ করে থাকতে পারেন।’

নাম প্রকাশ না করার শর্তে ইউএনও-এর পরিবারের সদস্যদের একজন বলেন, ‘অনেকদিন ধরেই নানা ধরনের সমস্যা মোকাবিলা করতে দেখছি তারেককে। আগৈলঝাড়া থেকে বদলি হয়ে চলে আসার পর এ ধরনের মামলা সামাজিকভাবে হেয় করার জন্যই করা। আমরা কিছু বলব না, আপনারা তদন্ত করুন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের সভাপতি নিসার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি একেবারেই ভিন্ন কোনও উদ্দেশ্যে মামলার দিকে গেছে।’ ছবি একদম ঠিক আছে উল্লেখ করে তিনি বলেন, ‘শিশুদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করে সেই ছবি দিয়ে কার্ড বানানো কেন অপরাধ হবে? শিশুটি যা এঁকেছে, তার অবস্থান থেকে এঁকেছে। এসব নিয়ে কারা যে কেন প্রশ্ন তুলছে, পুরো বিষয়টি খুবই বিভ্রান্তিকর!’

অভিযোগকারী আইনজীবী ওবায়দুল্লাহ সাজু অভিযোগ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে ছবি দিয়ে কার্ড বানানো হয়েছে, সেখানে বঙ্গবন্ধুর ছবিটি কার্ডের পেছনের দিকে প্রকাশ করাকে আমি অবমাননাকর বলছি। তিনি আইন মেনে আদালতে এসে জামিন নিয়েছেন। মামলা জামিনযোগ্য ধারায় হওয়ায় জামিন হয়েছে। বাকিটাও আইন মেনেই হবে।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের আরেক শিক্ষক অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫ম শ্রেণির একজন শিশুশিক্ষার্থী তার মতো করে ছবি এঁকেছে। এটি কেন অপরাধ হবে। বঙ্গবন্ধুকে পেইন্টিংয়ে নানাভাবে হাজির করা হয়েছে। এখনই যে শিশুটি শিখছে তাকে শুরুতেই বাধাগ্রস্ত করা কোনোভাবেই কাম্য নয়। আর ছবিতে কোনও ঝামেলা থাকলেও এটি মামলা করার মতো অপরাধ নয়, বিভাগীয়ভাবেই এর সমাধান চাইতে পারতো।

উল্লেখ্য, বরিশালের আইনজীবী সমিতির সভাপতি বাদী হয়ে গত ৭ জুন তৎকালীন আগৈলঝাড়ার ইউএনও এবং বর্তমানে বরগুনার ইউএনও গাজী তারেক সালমানের বিরুদ্ধে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা দায়ের করেন। ওইদিন মামলা আমলে নিয়ে আদালতের বিচারক ২৭ জুলাইয়ের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী তারিক সালমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারির আদেশ দেন। বুধবার (১৯ জুলাই) তিনি আদালতে হাজির হলে প্রথমে জামিন আবেদন নামঞ্জুর হয়। কিন্তু পরবর্তী সময়ে একই দিন তার জামিন মঞ্জুর করেন আদালত।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি