X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শাহজালালে ২২ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৭, ১৭:২৯আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৮:০৬



জব্দকৃত সিগারেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। ৩৬০টি কার্টনে মোট ৭২ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। এর মূল্য প্রায়২২ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চট্টগ্রামের হাটহাজারী এলাকার মোহাম্মদ খোরশেদুল আলম দুবাই থেকে মুম্বাই হয়ে ঢাকা আসছে, এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। শুক্রবার বেলা ১২টায় জেট এয়ারওয়েজের 9W0276 ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।’ তিনি আরও বলেন, ‘গোয়েন্দা তথ্য অনুয়ায়ী, শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা গ্রিন চ্যানেলে বিশেষ নজর রাখে। যাত্রী খোরশেদুল ৬নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করে চ্যালেঞ্জ করা হয়। পরবর্তী সময়ে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার তিনটি লাগেজ খুলে ৭২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী খোরশেদুল জানান, ‘শুল্ক গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতেই সে দুবাই থেকে সরাসরি ফ্লাইটে না এসে মুম্বাই হয়ে এসেছে।’  তিনি আরও বলেন, ‘আমদানিনীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। আটক সিগারেটগুলো ইউএস-এর ৩০৩ ব্র্যান্ডের। এসব সিগারেটের কোনও প্যাকেটেই বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা নেই বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা প্রধান। তিনি বলেন, ‘সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পণ্যের শুল্ক করসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২২ লাখ টাকা।’
/আরজে/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ