X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রারদের সুযোগ ডেপুটি সেক্রেটারির সমান কেন নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ০১:৩৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ০১:৩৫

সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রারদের মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারির সমান সুযোগ-সুবিধা কেনও দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রারদের গাড়ি কেনার ঋণ ও ৩০ লাখ টাকা পর্যন্ত শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা কেনও দেওয়া হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও অ্যাডভোকেট সৈয়দ মো. রায়হান উদ্দিন। পরে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার পদ একই গ্রেডের। মন্ত্রণালয়ের একজন ডেপুটি সেক্রেটারি গাড়ির ঋণ ও ৩০ লাখ টাকা পর্যন্ত শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা এবং গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ প্রতিমাসে ৫০ হাজার টাকা পেয়ে থাকেন। কিন্তু একই পর্যায়ের হওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রাররা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।’
এ কারণে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি পাওয়া ৪ জন রিট আবেদন করেন। রিটকারীরা হলেন- খন্দকার সালাউদ্দিন, আব্বাস আলী, আবু মো. সালাউদ্দিন ও সাইফুল ইসলাম। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন বলেও তিনি জানান।

/বিআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ