X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৭

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটাররা এশিয়ার বৃহত্তম বার-ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ২০১৯-২০ মেয়াদের এই নির্বাচনে বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। মাঝে একঘণ্টা বিরতি দেওয়া হবে। একইভাবে বৃহস্পতিবারও (২৮ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ করা হবে।

ঢাকা বারের নির্বাচন কমিশনার মোখলেসুর রহমান বাদল বলেন, ‘এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ‘সাদা প্যানেল’ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে ‘নীল প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২৭টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

ঢাকা আইনজীবী সমিতির মোট ২৪ হাজার ৬৮৪ জন সদস্যের মধ্যে ১৭ হাজার ৮৯৭ জন ভোটা দিতে পারবেন।

সম্পাদকীয় পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি পদে গাজী মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতিতে মো. হাবিবুর রহমান, সাধারণ সহ-সভাপতিতে মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, সম্পাদকে মো. আসাদুজ্জামান খান (রচি), ট্রেজারারে আব্দুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহ-সাধারণ সম্পাদকে মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহ-সাধারণ সম্পাদকে মোহাম্মদ ওমর ফারুক (আসিফ), গ্রন্থাগারে সম্পাদক মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদকে শায়লা পারভীন পিয়া, দফতর সম্পাদকে মো. জাহিদুল ইসলাম (কাদির), ক্রীড়া সম্পাদকে মো. উজ্জ্বল মিয়া ও সমাজকল্যাণ সম্পাদ পদে হুমায়ুন কবির টগর।

সদস্য পদের প্রার্থীরা হলেন, এ এইচ এম শফিকুল ইসলাম মোল্লা (সোহাগ), আয়শা বিনতে আলী, হয়াৎ আল মাহমুদ (ঝিকু), কাউসার হাসান, মাসুম মৃধা, মো. বাহারুল ইসলাম (বাহার), মো. হাসান আকবর আফজাল, মো. ইব্রাহিম হোসেন, মো. জুয়েল সিকদার, মো. মানুম মিয়া, মো. সাব্বির হাসান, সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, তানভীর আহম্মেদ (সজীব) ও তুসার ঘোষ।

সম্পাদকীয় পদে নীল প্যানেলে প্রার্থীরা হলেন— সভাপতি পতে মো. ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতিতে আব্দুস সালাম দেওয়ান, সহ-সভাপতিতে এ আর মিজানুর রহমান, সাধারণ সম্পাদকে মো. হোসেন আলী খান হাসান, ট্রেজারারে লুৎফর রহমান (আজাদ), সিনিয়র সহ-সাধারণ সম্পাদকে নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদকে মো. ছাকায়েত উল্লাহ ভূঁইয়া (ছোটন), গ্রন্থাগার সম্পাদকে জিয়াউল হক জিয়া, সাংস্কৃতিক সম্পাদকে মোশেদা খাতুন শিল্পী, দফতার সম্পাদকে জুলফিকার আলী হায়দার (জীবন), ক্রীড়া সম্পাদকে মো. মনিরুল ইসলাম (আকাশ) ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান (রানা)।

এই প্যানেলের সদস্য পদের প্রার্থীরা হলেন—আজাহার উদ্দিন (রিপন), কাজী রওশান দিল আফরোজ, এম আর কে রাসেল, মো. বাবুল আক্তার (বাবু), মো. ইব্রাহিম (খলিল), ইকবাল মাহমুদ সরকার, মাহাদি হাসান জুয়েল, রাশেদুল ইসলাম (রাসেল), মোহাম্মদ ইব্রাহিম (স্বপন), মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ ইয়াছিন মিয়া, ফারাহানা আক্তার (লুবনা), নজরুল হক শুভ, শাহীন সুলতানা (খুকি) ও সাদেকুল ইসলাম ভূঁইয়া (জাদু)।

উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ বর্ষের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জয়ী হয়। অপরদিকে, বিএনপি সমর্থিত নীল প্যানেল সভাপতিসহ ১৩ পদে জয়ী হয়।

 

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি