X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: নজরদারিতে অটোচালক, যেকোনও সময় গ্রেফতার

আমানুর রহমান রনি
০৮ জানুয়ারি ২০২০, ০১:০৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০১:৩৯

ধর্ষণের ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় একজনকে নরজদারিতে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সে সিএনজিচালিত অটোরিকশার চালক। এছাড়া আরও দুজন নজরদারিতে রয়েছে। যেকোনও সময় তারা গ্রেফতার হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে র‌্যাব তাদের শনাক্ত করে। তবে নজরদারিতে থাকায় গ্রেফতারের আগে তাদের পুরো পরিচয় প্রকাশ করছে না র‌্যাব।

এ বিষয়ে র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তিন জনকে শনাক্ত করেছি। তারা আমাদের নজরদারিতে রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ তিনি বলেন, ‘বুধবার (৮ জানুয়ারি) সকালের মধ্যে যেকোনও সময় তারা গ্রেফতার হবে। তবে এই মুহূর্তে তাদের নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না।’

র‌্যাবের একটি সূত্র জানায়, যে তিন জন নজরদারিতে রয়েছে, তাদের মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক। সে-ই প্রধান ক্রিমিনাল।   
প্রসঙ্গত, রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা বাসস্টপেজে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তাকে ফুটপাতের ঝোপে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোমবার (৬ জানুয়ারি) সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইশারা ভাষায় গ্রাহক সেবার জন্য সম্মাননা স্মারক পেল গ্রামীণফোন
ইশারা ভাষায় গ্রাহক সেবার জন্য সম্মাননা স্মারক পেল গ্রামীণফোন
প্রয়াত বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ স্মরণে দোয়া মাহফিল
প্রয়াত বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ স্মরণে দোয়া মাহফিল
কেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হচ্ছে না, আসিফ স্যার জবাব দিন: হাসনাত আব্দুল্লাহ
কেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হচ্ছে না, আসিফ স্যার জবাব দিন: হাসনাত আব্দুল্লাহ
কিছুটা কমলেও এখন চড়া সবজির বাজার
কিছুটা কমলেও এখন চড়া সবজির বাজার
সর্বাধিক পঠিত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা