X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

হাইকোর্টের রায় স্থগিত, প্রাথমিকে পদোন্নতিতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:১৮

সুপ্রিম কোর্ট প্রাথমিকের নব্য জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণে জাতীয়করণের তারিখ থেকে হিসাব না করে ৫০ শতাংশ সার্ভিস কাউন্ট করে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে বলা হাইকোর্টের রায় ৬ মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে পুরাতন শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতিতে আপাতত কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিবুর রহমান।

এর আগে সরকার ২০১৩ সালের ১ জানুয়ারি সারাদেশের ২৬ হাজার ১৯৩টি  বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে। জাতীয়করণ নীতিমালা অনুযায়ী যে তারিখ থেকে বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে সেই তারিখ থেকে পদোন্নতির ক্ষেত্রে তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ হবে।

কিন্তু ২০১৫ সালে বিদ্যালয় জাতীয়করণের তারিখ থেকে নয়, শিক্ষকদের যোগদানের তারিখ থেকে ৫০ শতাংশ সার্ভিস কাউন্ট করে প্রধান শিক্ষকদের পদোন্নতির নির্দেশনা চেয়ে হাইকোর্টে শিক্ষকরা পৃথক কয়েকটি রিট দায়ের করেন। এর মধ্যে একটি রিটের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ে, বিদ্যালয় জাতীয়করণের তারিখ থেকে হিসাব না করে ৫০ শতাংশ সার্ভিস কাউন্ট করে প্রধান শিক্ষকদের পদোন্নতির নির্দেশ দেওয়া হয়। এতে করে পূর্বে নিয়োগকৃত শিক্ষকদের পদোন্নতি আটকে যায়।

এদিকে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে কয়েকজন শিক্ষক চেম্বার আদালতে আপিল আবেদন জানান। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত হাইকোর্টের রায় স্থগিতের আদেশ দিলেন।

এর ফলে পূর্বে নিয়োগ পাওয়া শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে আপাতত আর কোনও বাধা রইলো না। এমনকি ৫০ শতাংশ সার্ভিস কাউন্ট করে নব্য সরকারি শিক্ষকরা পদোন্নতির জন্য গ্রেডেশনভুক্ত হতে পারবে না।

 

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আনার হত্যাকাণ্ডের এক বছর: ডিএনএ রিপোর্টে আটকে আছে তদন্ত
আনার হত্যাকাণ্ডের এক বছর: ডিএনএ রিপোর্টে আটকে আছে তদন্ত
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
দ্বিতীয় দিনের মতো যমুনার সামনে ইশরাক সমর্থকরা
দ্বিতীয় দিনের মতো যমুনার সামনে ইশরাক সমর্থকরা
অকালে চুল পাকা রোধে এই ৫ কাজ করুন এখনই
অকালে চুল পাকা রোধে এই ৫ কাজ করুন এখনই
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
করিডর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নাই: নিরাপত্তা উপদেষ্টা
করিডর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নাই: নিরাপত্তা উপদেষ্টা