আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনের মতো যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকরা।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইশরাককে মেয়র ঘোষণা ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে নানান স্লোগান দিচ্ছেন তারা।
বুধবার (২১ মে) সন্ধ্যা থেকেই তারা সেখানে অবস্থান নেন। রাতেও সেখানে ছিলেন। সকালে একটি গ্রুপ বিশ্রামের জন্য গেছেন। আরেকটি গ্রুপ আসতে শুরু করেছে। বেলা ১১টা নাগাদ চূড়ান্ত আন্দোলনে আরও কয়েক হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে।
ইতোমধ্যে আশপাশের কাকরাইল, মৎস্য ভবন, সার্কিট হাউজ ও হেয়ার রোড হয়ে যমুনার সামনে দিয়ে প্রবেশমুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় (২২ মে) নিজে যমুনার সামনে সমর্থকদের সাথে যোগ দেন বিএনপি নেতা ইশরাক। তিনি ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যমুনা ছাড়বেন না।
আদালতের রায় অনুযায়ী তাকে মেয়র ঘোষণার জন্য গত এক সপ্তাহ ধরে নগর ভবন ও হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন তার সমর্থকরা। আজও দিনভর মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন তারা। সন্ধ্যার পর কয়েক হাজার নেতাকর্মী যমুনার সামনে বিক্ষোভ মিছিলে শামিল হয়েছেন। তাদের সাথে রয়েছেন ইশরাক। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না তার সমর্থকরা।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।