X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আইনজীবীদের মুভমেন্ট পাসের আওতামুক্ত চেয়ে আইজিপিকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১৮:১৯আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৮:২১

চলমান লকডাউনে মধ্যে বাইরে বের হওয়ার প্রয়োজনীয়তার ক্ষেত্রে আইনজীবীদের মুভমেন্ট পাসের আওতামুক্ত ঘোষণা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে একটি চিঠি পাঠানো হয়েছে।

আইনজীবীদের পক্ষে শনিবার (১৭ এপ্রিল) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এ চিঠি প্রেরণ করেন।

চিঠিতে বলা হয়েছে, পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন আর বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবীরা দেশের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় আইনগত সহায়তা প্রদান করেন। তাই আইনজীবীদের আইনের ভাষার (অফিসার অফ কোর্ট) বলা হয়ে থাকে। করোনার এই মহামারিতে পুলিশ কর্তৃক আটক আসামিদের বিভিন্ন ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হলে আসামিদের আইনগত সহায়তায় আইনজীবীদের প্রয়োজনীয়তা রয়েছে। এক কথায় করোনার ভয়াল সংক্রমণে ও আইনজীবীরা দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার এ আইনের শাসন প্রতিষ্ঠায় মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে আদালতে সশরীরে এসে আইনগত লড়াই করে। তাই বলতে গেলে আইনজীবীরাও এই করোনা পরিস্থিতিতে ফ্রন্ট-লাইনার হিসেবে কাজ করে যাচ্ছে।

‘লকডাউন চলমান থাকলেও দেশের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ সকল মহানগর দায়রা জজ আদালত, সিএমএম/সিজিএম কোর্ট সীমিত পরিসরে চলমান রয়েছে। ফলে প্রতিনিয়ত মামলা ফাইলিং, জামিন আবেদন দাখিল, ওকালতনামা দাখিল, জামিননামা দাখিলে আইনজীবীদের পেশাগত কাজে আদালতে যেতে হয়।’

‘কিন্তু দুঃখের বিষয় আদালতে যাওয়ার সময় রাস্তায় পুলিশ কর্তৃক আইনজীবীদের জেরার সম্মুখীন হতে হচ্ছে। অপদস্থ হতে হচ্ছে। মুভমেন্ট পাসের অজুহাতে আইনজীবীদের আত্মসম্মান বিসর্জন দিতে হচ্ছে। যা দেশের আইনজীবীদের জন্য অনভিপ্রেত ও অপমানজনক।’

‘সম্প্রতি দেশের একটি জাতীয় পত্রিকার একটি নিউজ দৃষ্টিগোচর হয়। যাতে আইনজীবীদেরকে মুভমেন্ট পাসের আওতামুক্ত রাখা হয়নি বলে জানতে পারি। অথচ এই আইনজীবীদের পেশাগত কাজে দেশের মানুষের আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিতকল্পে আদালতে হাজির হয়ে আইনি কার্যক্রম পরিচালিত করতে হয়।’

তাই সারাদেশে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের মুভমেন্ট পাসের আওতামুক্ত ঘোষণাপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে চিঠিতে অবেদন ও জোর দাবি জানানো হয়।

 

বিআই/এনএইচ
সম্পর্কিত
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ