X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অক্সিজেনের সংকট নেই: হাইকোর্টকে অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৭:০৫আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৭:০৫

করোনার ঊর্ধ্বমুখী প্রভাবের মাঝেও বর্তমানে দেশে অক্সিজেনের সংকট নেই বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

হাসপাতালগুলোতে অক্সিজেনের সরবরাহ নিয়ে করা এক আবেদনের ওপর শুনানিকালে মঙ্গলবার (২০ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের মন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানান।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী।

শুনানির শুরুতে অ্যাডভোকেট ইশরাত হাসান করোনায় অক্সিজেন সংকটের বিষয়টি তুলে ধরেন এবং সীমিত সময়ের জন্য শিল্প কল-কারখানায় অক্সিজেন সরবরাহ বন্ধ করে শুধুমাত্র হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারগুলোতে রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করার বিষয়ে আদালতের নির্দেশনা প্রার্থনা করেন। এছাড়া তিনি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ও হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের আবেদন জানান।

পার্শ্ববর্তী দেশ ভারতের প্রসঙ্গ টেনে ইশরাত হাসান আদালতকে বলেন, ‘ভারতে করোনা পরিস্থিতিতে শিল্প কল-কারাখানার অক্সিজেন সাপ্লাই বন্ধ করে শুধুমাত্র হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারে সরবরাহ করা হচ্ছে।’

এ সময় অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন  বলেন, ‘দেশে অক্সিজেনের সংকট নেই। সরকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ রয়েছে।’

আদালত বলেন, ‘সরকার যেহেতু অক্সিজেন সরবরাহের সর্বাত্মক চেষ্টা করছে এবং অক্সিজেনের সংকট নেই বলে জানালো রাষ্ট্রপক্ষ, তাই আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। মানুষের জীবন বাঁচানো সবার আগে, প্রয়োজন হলে আদালত অবশ্যই বিষয়টি দেখবে।’

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা