X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জামাই হত্যা মামলায় জামিন পায়নি শ্বশুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ২০:০০আপডেট : ১৭ মে ২০২১, ২০:০০

পটুয়াখালীর কলাপাড়ায় জামাই আমিনুল ইসলাম গাজী ওরফে দিলীপ গাজী হত্যা মামলার আসামি নিহতের শ্বশুর আনোয়ার হোসেন প্যাদাকে জামিন দেননি হাইকোর্ট।

তার জামিনের আবেদন কার্যতালিকা (কজ লিস্ট) থেকে বাদ দেওয়া নিয়ে সোমবার (১৭ মে) বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এম. ফেরদৌস আল বশির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শামীম খান।

এর আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আমিনুল ইসলাম গাজী ওরফে দিলীপ গাজীকে ২০২০ সালের ২২ অক্টোবর হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হাবিবা বাদী হয়ে মামলা করেন। এ মামলায় বাদীর পিতা আনোয়ার হোসেন প্যাদা এবং ভাড়াটে খুনি নিজাম ও আমজেদকে কয়েকদিনের মধ্যেই গ্রেফতার করে পুলিশ। পরে হত্যার কথা স্বীকার করে তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দিলীপ গাজীর ব্যাংকে থাকা প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিতেই শ্বশুর আনোয়ার হোসেন এই হত্যার পরিকল্পনা করে।

জানা যায়, পায়রা বন্দরের সম্প্রসারিত উন্নয়নকে কেন্দ্র করে নিহত দিলীপের অনেক জমি অধিগ্রহণ হয়। সেই সূত্রে দিলীপের ব্যাংক হিসাবে প্রায় কোটি টাকা জমা পড়ে। আপন জামাতার টাকা হাতিয়ে নিতেই ভাতিজি জামাতা নিজামের সঙ্গে পরিকল্পনা করেন আনোয়ার হোসেন। এরপর নিজাম বরগুনা জেলার হেউলিয়াবুনিয়া গ্রামের বাসিন্দা আমজেদের সঙ্গে দুই লাখ টাকা চুক্তি করে। পরবর্তীতে নিজামকে এক লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করে আনোয়ার। নিজাম ও আমজেদ ওই টাকা ভাগাভাগি করে নেয়। পরবর্তীতে আরও ৩০ হাজার টাকা দেয় আনোয়ার হোসেন।

এদিকে হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন প্যাদা হাইকোর্টে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাকে জামিন না দিয়ে তার আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।

 

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে রিজভীর লিফলেট প্রচারণা
রাজধানীতে রিজভীর লিফলেট প্রচারণা
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জয়ে মোদি এবং বিজেপির অভ্যন্তরীণ পরিকল্পনা
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জয়ে মোদি এবং বিজেপির অভ্যন্তরীণ পরিকল্পনা
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র