X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুডপান্ডাকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ২০:১০আপডেট : ৩১ মে ২০২১, ২০:৫০

অর্ডার নিয়ে খাবার সরবরাহ না করায় ৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ফুডপান্ডাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। গুলশানস্থ ফুডপান্ডার কান্ট্রি ডিরেক্টরকে এই নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৩১ মে) আইনজীবী মুহাম্মাদ নোটিশ প্রেরণের তথ্য নিশ্চিত করেছেন। গ্রাহক ইকরাম হোসেনের পক্ষে এ নোটিশ প্রেরণ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

নোটিশে বলা হয়েছে, গত ১৪ মে রাত ৮টা ৪০ মিনিটে বগুড়ার ‘ফুডল্যান্ড’ নামের একটি খাবার দোকান থেকে ফুডপান্ডার মাধ্যমে দুটি চিকেন বার্গার অর্ডার করেন ইকরাম হোসেন। খাবারটি যেই ঠিকানায় সরবরাহ করার কথা বলা হয়, সেটি ‘ফুডল্যান্ড’ থেকে ১০ মিনিটের দূরত্ব। অথচ সেখানে খাবারটি সরবরাহের জন্য ৬০ মিনিট সময় দেখানো হয়। সেইসঙ্গে, খাবারের দাম হিসেবে ২২২ টাকা অর্ডারকারীর ক্রেডিট কার্ড থেকে কেটে নেওয়া হয়।

এতে আর বলা হয়, ‘অর্ডারের তার সন্তান ও ভাতিজা/ভাগ্নের খাবারের অপেক্ষায় ছিল। এক পর্যায়ে ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করে তারা রাত সাড়ে দশটার দিকে ঘুমিয়ে পড়ে। ইকরাম হোসেনও অপেক্ষায় থাকতে থাকতে আরও এক ঘণ্টা পর ঘুমিয়ে পড়েন। কিন্তু তখনও খাবার সরবরাহ করা হয়নি। এমনকি পরে আর কোনও যোগাযোগও করেনি ফুডপান্ডা কর্তৃপক্ষ। তাদের এই অবহেলায় ছোট শিশুরা রাতের খাবার থেকে বঞ্চিত হয়েছে।’

তাই নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ক্ষতিপূরণসহ সময়মতো খাবার সরবরাহ না করার ব্যাখ্যা চাওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
আগের জামানতে ফিরতে সিইসিসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ
সলঙ্গা গণহত্যা দিবসকে জাতীয় দিবসের স্বীকৃতি দিতে আইনি নোটিশ
বেইলি রোডে আগুন: ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড