X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মাকে তাড়িয়ে দেওয়া সন্তানদের সতর্ক করলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ২৩:১৭আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২৩:১৭

মাকে তাড়িয়ে দেওয়ায় সন্তানদের সতর্ক করেছে পুলিশ। একইসঙ্গে বুধবার (৪ আগস্ট) এই মাকে তার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। ঘটনাটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের বলে জানিয়েছে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং।

বুধবার (৪ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার সন্তানরা। ওই নারী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের একজন প্রয়াত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা স্ত্রী। ওই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ২০২০ সালের জানুয়ারিতে মারা যান। স্বামীর মৃত্যুর পর তিনি  বাড়িতেই থাকছিলেন। প্রতিনিয়ত তাকে নিজ সন্তানদের হাতে নিপীড়‌নের শিকার হতে হতো। এক পর্যায়ে সেই মাকে তার সন্তানেরা বাড়ি থেকে বের করে দেয়। ছয় সন্তানের মধ্যে সেবার ছোট মেয়ে, তিনি কলেজে পড়েন। তিনি তার মায়ের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসেন। নিজ বাড়িতে ঠাঁই হচ্ছিল না এই বৃদ্ধার। কোনোভাবে সমস্যার সমাধান করতে না পেরে গত ২৭ জুলাই মা‌য়ের প‌ক্ষে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে বিষয়টি জানান,ওই নারীর কলেজছাত্রী ছোট মেয়ে।

বিষয়টি জানতে পেরে পুলিশ সদর দফতর থেকে  জগন্নাথপুর থানার ওসি মো. ইখতিয়ার উ‌দ্দিন চৌধুরীকে নির্দেশনা দেওয়া হয়— এই বৃদ্ধা মাকে সম্মানের সঙ্গে তার বাড়িতে তুলে দিতে। তার জীবদ্দশায় স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে তাকে যেন কোনোভাবেই বঞ্চিত করা না হয়, সেই ব্যবস্থাও গ্রহণ করতে বলা হয়। নির্দেশনা পেয়ে জগন্নাথপুর থানার ওসি তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধাকে খুঁজে বের করে বুধবার (৪ আগস্ট)তাকে তার বাড়িতে তুলে দেন। এলাকার জনপ্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ও মধ্যস্থতায় মায়ের নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও  উল্লেখ করা হয়, ভুক্তভোগী এই মা থানায় কো‌নও লি‌খিত অ‌ভি‌যোগ করতে রা‌জি হন‌নি। বৃদ্ধা মা’কে জানানো হয়েছে যে, বাংলাদেশ পুলিশ তার পাশে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনও অভিযোগ পেলে বা মায়ের কোনও অসম্মান হলে অভিযুক্ত সন্তানদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ তাদেরকে জানিয়ে দেওয়া হয়।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
এটি কোনও গোপন ছবি নয়: প্রেস উইং ফ্যাক্টস
চট্টগ্রামে ঈদের ছুটিতে থাকবে সিএমপির তিন স্তরের নিরাপত্তা
দুই অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ সুপারকে বদলি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’