X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে নির্যাতন না করার শর্তে স্বামীর চাকরি ফেরানোর আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ১৮:৫৫আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৯:২৯

দু’জনের মধ্যে আপস-রফার পর স্ত্রীকে নির্যাতন না করার শর্তে ফায়ার সার্ভিসে কর্মরত স্বামী তরিকুল ইসলামের চাকরি ফেরানোর আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তরিকুল ইসলামের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও কে বি রুমী। আর স্ত্রীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড শিরিন আফরোজ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

তবে পুনরায় নির্যাতন করলে চাকরি হারাতে হবে বলেও স্বামীর প্রতি মন্তব্য করেছেন আদালত।

স্ত্রীকে নির্যাতনের দায়ে চাকরি থেকে বরখাস্ত হন তরিকুল ইসলাম। এখন দেশের সর্বোচ্চ আদালতে অঙ্গীকার করেছেন যে তিনি আর স্ত্রীকে নির্যাতন করবেন না। এই অঙ্গীকারের পর আদালত বলেছেন, আপনি আপনার স্ত্রীর নামে এক টুকরো জমি লিখে দিন। এরপর আপনি যাতে চাকরি ফিরে পান, সেজন্য বরখাস্তের আদেশ প্রত্যাহারসহ প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে।

এর আগে আপিল বিভাগে স্বামী-স্ত্রী দুজনই হাজির হয়ে তাদের বক্তব্য পেশ করেন। আদালত বলেন, ‘আপস মীমাংসার কথা বলছেন, কিন্তু এখান থেকে গিয়ে স্ত্রীকে নির্যাতন করবেন না, তার নিশ্চয়তা কোথায়?’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আমি আর নির্যাতন করবো না। তবে স্যার, এক হাতে তো আর তালি বাজে না।’

এরে আগে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে ফায়ার সার্ভিসে কর্মরত স্বামী তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী। ওই মামলায় স্বামীর সাজা হয় এবং চাকরি থেকে বরখাস্ত হন। তবে আপিল মঞ্জুর করে হাইকোর্ট ওই নারীর স্বামীকে খালাস দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। অপরদিকে মামলা খারিজ চেয়ে আপিল বিভাগে একটি সমঝোতার আবেদন করেন স্বামী।

 

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে শ্রম আইনের মামলা হাইকোর্টে স্থগিত
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
সর্বশেষ খবর
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
মেসির ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির
মেসির ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি