X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ঢাবি শিক্ষার্থীর সুইসাইড নোটসহ সব বিষয়ে তদন্ত চলছে: পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ১৭:২৩আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান সাকিব রাব্বি (২৫) আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এর পেছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে কিনা তা সামনে রেখে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতদেহের পাশ থেকে বেশকিছু আলামত পাওয়া গেছে। এর মধ্যে সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। একমিনিট যেন মনে হয় বছর। আমার স্ত্রী একজন ভালো শুদ্ধ মানুষ।’

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সব বিষয় মাথায় রেখে এই ঘটনা তদন্ত করছি। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই আমাদের ধারণা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আমরা ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে জানতে পারবো। সুইসাইড নোট তার হাতের লেখা কিনা নিশ্চিত হতে ফরেনসিকের জন্য পাঠাবো।’

ঢাবি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদনান সাকিব রাব্বি সার্জেন্ট জহুরুল হক হলে থাকতেন। হোটেলের রেজিস্টার খাতার তথ্যানুযায়ী, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় একটি রুম ভাড়া নেন তিনি। সেগুনবাগিচার ওই হোটেলে ওঠার প্রকৃত কারণ, কারও সঙ্গে তার দ্বন্দ্ব কিংবা পারিবারিক কোনও বিষয় জড়িত রয়েছে কিনা সবকিছু সামনে রেখে তদন্ত করছে পুলিশ।

আদনান সাকিব রাব্বিকে না পেয়ে গতকাল (২৭ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী নুসরাত আফরিন। প্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাতে রাজধানীর সেগুনবাগিচার কর্ণফুলী আবাসিক হোটেলের ১০৭ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এই তরুণের লাশ উদ্ধার করা হয়।

বন্ধুদের বরাত দিয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা উল্লেখ করেন, দীর্ঘ ১১ বছর ধরে মানসিক সমস্যার কারণে আদনান সাকিব রাব্বির কোনও কিছু মনে থাকতো না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে জানান, আদনান সাকিব রাব্বির মরদেহ উদ্ধারের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন। এর কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহায়তা কামনা করেন তিনি। এছাড়া পরিবারের সদস্য ছাড়াও বন্ধুদের কোনও বিষয়ে জানা থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ জানান প্রক্টর।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
ডাকসু নির্বাচন নিয়ে অংশীজনদের সুপারিশ পর্যালোচনায় রিটার্নিং কর্মকর্তারা
ঢাবির সব হলের পকেট গেট বন্ধ থাকবে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত  
ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল