X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৭:০৭আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৭:০৭

টেলিগ্রাম অ্যাপস-এর মাধ্যমে গ্রুপ খুলে জঙ্গি কার্যক্রম চালানোর অভিযোগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এটিইউ-এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান শনিবার (৩০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর রাত সাড়ে ১০টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানী ও আশপাশের এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

এন্টি টেররিজম ইউনিট জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর প্রথমে অভিযান পরিচালনা করে ডিএমপি। তাদের অভিযানে ঢাকার শেরে বাংলা নগর এলাকা থেকে মিঠুন রহমান মিঠু (২৯) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল এবং ৫টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য মতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর এলাকায় অভিযান পরিচালনা করে আনসার আল ইসলামের আরও এক সক্রিয় সদস্য সাকিব আল হাসানকে (১৯) গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে ১টি এন্ড্রয়েড মোবাইল এবং ২টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত উভয় আসামির দেওয়া তথ্য মতে ৩ সক্রিয় সদস্যকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। তারা হলো মোহাম্মদ আব্দুস শুকুর সোহাগ, মোহাম্মদ জাবের (২৫),  ও মোহাম্মদ ওমর ফারুক‌।  তাদের কাছ থেকে ৩ এন্ড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইল জব্দ করা হয়েছে।

এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান আরও বলেন, গ্রেফতারকৃত আসামিরা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার করতো। দেশে নাশকতা চালানোর পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য টেলিগ্রামে গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল। তাছাড়া উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহবান করে আসছিল গ্রেফতারকৃতরা। তাদের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
‘রহিম ডাকাত’ থেকে জঙ্গি সংগঠনের প্রধান অস্ত্র সরবরাহকারী
১৭ বছর কারাবন্দি জঙ্গিনেতার মৃত্যু
ইন্সুরেন্সে চাকরির আড়ালে জঙ্গি সংগঠনের কর্মী!
সর্বশেষ খবর
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ