X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফৌজদারির সুনির্দিষ্ট অভিযোগে বিদেশ গমন আটকানো যাবে: আপিল বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ২২:১৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২২:১৮

ফৌজদারি অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে পাসপোর্ট জব্দ ও বিদেশ গমন আটকানো যাবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (১ ডিসেম্বর) ‘দুদক বনাম জি.বি হোসেন ও অন্যান্য’ মামলায় পর্যবেক্ষণসহ পূর্ণাঙ্গ রায় দেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সইয়ের পর রায়টি প্রকাশিত হয়েছে।

রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, ফৌজদারি অপরাধে কারও নাম এলেই তার বিদেশ গমন ঠেকানো যাবে না। তবে একজনের দেশত্যাগের অধিকারকে কখনোই একচ্ছত্র অধিকার হিসেবে বিবেচনা করা যাবে না। বিশেষ পরিস্থিতিতে এই অধিকার স্থগিত করার সুযোগ রয়েছে।

আদালত আরও বলেছে, সংবিধানের ৩৬ অনুচ্ছেদে ব্যক্তির চলাফেরায় বাধা দেওয়াকে অনুমতি দেয়, তবে তা অবশ্যই আইন অনুযায়ী এবং জনস্বার্থে হতে হবে। তবে আইনের সমর্থনে আরোপিত বিধি নিষেধ ছাড়া কোনও নির্বাহী আদেশে কারও চলাফেরার স্বাধীনতা খর্ব করা অসাংবিধানিক।

রায়ে বলা হয়েছে, সংবিধানের ৩৬ অনুচ্ছেদে যে স্বাধীনতা দেওয়া আছে, তার মূল উদ্দেশ্য সামাজিক ভারসাম্য রক্ষা করা। তাই ফৌজদারি অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে পাসপোর্ট জব্দ ও বিদেশ গমন আটকানো যাবে। তারপরও যদি কেউ আইনকে পাশ কাটিয়ে বিদেশ গমনের চেষ্টা করে, তাহলে আটকানোর পর তিন কার্যদিবসের মধ্যে তা আদালতকে অবহিত করতে হবে। কিন্তু ফৌজদারি অপরাধে কারও নাম এলেই তার বিদেশ গমন রোধ করা যাবে না।

প্রসঙ্গত, সুনির্দিষ্ট বিধি বা আইন প্রণয়ন না করা পর্যন্ত দুদকসহ সরকারি কোনও সংস্থা ফৌজদারি মামলার আসামি বা সন্দেহভাজন কোনও ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে পারে না। তাই আদালতের অনুমতি নিয়ে ব্যক্তির বিদেশ গমনে বাধা দেওয়া যাবে মর্মে রায় দেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। সেই আপিল নিষ্পত্তি করে এ রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে শ্রম আইনের মামলা হাইকোর্টে স্থগিত
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
ফুটপাত দখলকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা