X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
দুই পুলিশ সদস্যের ঘুষ গ্রহণ

শাস্তি হবে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে!

আমানুর রহমান রনি
২৮ মার্চ ২০১৬, ০৪:২৭আপডেট : ২৮ মার্চ ২০১৬, ০৫:০৬

বাংলাদেশ পুলিশ ঢাকার শেরে বাংলানগর থানার দুই পুলিশ সদস্য তিন ব্যক্তিকে থানায় নিয়ে তাদের স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে বরখাস্ত হয়েছেন। থানার পরিদর্শক (অপারেশন) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুরো বিষয়টি জানলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। ঘটনা তদন্তে গঠিত কমিটি রিপোর্ট দেওয়ার পর দোষ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ফার্মগেট থেকে একটি ট্রাভেল রিক্রটিং এজেন্সির তিন ব্যক্তিকে আটক করে ঘুষ আদায়ের পুরো ঘটনাটি জানতেন থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ ও ওসি জিজি বিশ্বাস। কারণ ওই তিনজনকে আটক করার পর তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ডিসি বিপ্লব কুমার সরকার। আটকৃতরা একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত। তাদের পরিচয় ও তাদের তথ্য সব ঠিক ছিল। কিন্তু ডিসির কথা না শুনে ওসি বিষয়টি এড়িয়ে যান। তিনি শুক্রবার রাতে থানা থেকে বেরিয়ে মানিক মিয়া এভিনিউতে ২৬ মার্চের কনসার্টে নিরাপত্তার দায়িত্ব পালনে চলে যান।  এরপর উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ ও পরিদর্শক আজাদ ওই তিন ব্যক্তিকে শুক্রবার রাতভর আটকে রাখেন। আটকৃতদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। শেরে বাংলানগর থানার অন্য এক সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিয়ার রহমান। তার বাড়িও কুড়িগ্রামে। তিনি বর্তমানে ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছেন।
আটকৃতদের কাছে তিন লাখ টাকা ঘুষ দাবি করেন এসআই দেবাশীষ।  না হলে তাদের ছাড়া হবে না বলেও জানিয়ে দেন। এরপর এএসআই শফিয়ার কুড়িগ্রামে বসে শুক্রবার রাতেই আটকৃতদের স্বজনদের কাছ থেকে ৭৫ হাজার টাকা ঘুষ নেন। টাকা পেয়ে তিনজনকে শনিবার সকালে ছেড়ে দেয় শেরে বাংলা নগর থানা পুলিশ। তাদের কাছে থাকা ৪৫ টি পাসপোর্ট পুলিশ রেখে দেয়। বাকি সোয়া দুই লাখ টাকা দিলে তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। এরই মধ্যে শনিবার বিষয়টি জেনে যান পুলিশের অন্য কর্মকর্তারা। বিষয়টি শনিবার দুপুরে তেজাগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার তদন্ত করান। অভিযোগের সত্যতা পাওয়ার পর এসআই দেবাশীষ ও এএসআই শফিয়ারকে সাময়িক বরখাস্ত করেন তিনি। ওসি জিজি বিশ্বাস ও পরিদর্শক আজাদকে তার দফতরে ডাকেন। তারা তাদের কৃতকর্মের জন্য ডিসির কাছে ক্ষমা চান। ডিসি তাদের বক্তব্য শোনেন। এরপর বিষয়টি তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে অবগত করেন। ঘটনা তদন্তে তিনি একটি তদন্ত কমিটি গঠন করে দেন। শনিবার রাতেই ওই ট্রাভেল এজেন্সির একজন কর্মকর্তা এ বিষয়ে তেজগাঁও বিভাগের ডিসির কাছে লিখিত অভিযোগ করেন।

ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, এএসআই শফিয়ার কুড়িগ্রামে ভিকটিমদের আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা নিয়েছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এসআই দেবাশীষ ও এএসআই  শফিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত রিপোর্টের পর দোষ অনুযায়ী আরও ব্যবস্থা  নেওয়া হবে।

/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ