X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সন্তান যখন পিঠাপিঠি

সুরাইয়া নাজনীন
১৩ জুলাই ২০১৬, ১৬:১৯আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৬:৩৪

পিঠাপিঠি ভাই-বোন

মা পাগল তিতলি। মা ছাড়া যেন এক মুহূর্তও চলে না। চলবেই বা কী করে! বয়স যে মাত্র তিন। খেলাধুলা, খাওয়া-দাওয়া সবকিছুতেই মাকে থাকতে হবে। একটু চোখের আড়াল হলেই কেঁদে বাড়ি মাথায় তুলবে। মা যেন তার পুরো পৃথিবী!

এরই মধ্যে মা তিতলিকে বলতে শুরু করেছেন, ‘তোমার ছোট্ট একটা ভাইয়া আসছে। ওর সঙ্গে তুমি সারাদিন খেলবে, একসঙ্গে স্কুলে যাবে।’ এসব শুনে তিতলি তো বেজায় খুশি। ওর নতুন একটা কাজ জুটেছে। ভাইয়ার জন্য অপেক্ষা করা। এক সময় অপেক্ষার পালা শেষ হয়। তিতলির সঙ্গী হয়ে আসে ফুটফুটে তার ছোট ভাইটি। নাম রাখা হয় কাব্য। কাব্যের সব দায়িত্ব যেন তিতলির। কাউকে ভাইয়ের গায়ে হাত দিতে দেয় না। সারাদিন ওর পাশে বসে থাকে। কয়েকদিন পর তিতলির চোখে একটা পরিবর্তন ধরা পড়ে। তিতলির মনে হয়, মা ওকে পর করে দিচ্ছে। আগের মতো আর খাইয়ে দেন না; খেলার সময় পাশে থাকেন না। আদরও যেন কমে গেছে। ওর ছোট্ট মনটি ভেবে নেয়, মায়ের সব যত্নই যেন ভাইটির জন্য। তার পরও সে নিজের মনকে সান্তনা দেয়, ভাইটি তো ওর চেয়ে ছোট; মা তো ওকেই সময় দেবে। এভাবে ভাবলেও মায়ের অবহেলা একদমই সহ্য করতে পারে না তিতলি। বাবুটি এসে যেন মায়ের সব আদর কেড়ে নিয়েছে; মা কি সত্যিই ওকে পর করে দিয়েছে! এসব ভাবনায় তিতলির মনটা ভীষণ খারাপ হয়ে যায়। বিষণ্নতায় ভুগতে থাকে সে।

পিঠাপিঠি বোন

পিঠাপিঠি সন্তান হলে বেশিরভাগ শিশুই এমন সমস্যায় ভোগে। ছোট সন্তানটাকে বেশি সময় দেওয়া হয় বলে বড়টি অবহেলিত বোধ করে। এক্ষেত্রে বাবা ও মাকে একটু ভেবে-চিন্তে কাজ করতে হবে। অনেক সময় মায়ের অসুস্থতার কারণে একসঙ্গে দুজনকে একইভাবে দেখাশোনা করা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে বাবা-মাকে একটু কৌশলি হতে হবে। বড় শিশুটিকে ভালোভাবে বোঝাতে হবে।  

এ বিষয়ে পরামর্শ দিয়েছেন, গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশুবর্ধন ও পারিবারিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মৌসুফা হক। পিঠেপিঠি সন্তান হলে এবং তাদের বয়সের পার্থক্য কম হলে বড় সন্তানটি অবহেলায় ভোগে। এখানে বাবা-মা দুজনেরই দায়িত্ব রয়েছে। কর্মব্যস্ত বাবাকে এ সময় সন্তানের দিকে বেশি খেয়াল রাখতে হবে। সময় বের করে বড় সন্তানকে নিয়ে যেতে হবে বাইরে কোথাও। যদি সন্তানের বয়স হয় আড়াই থেকে তিন বছর, তাহলে তাকে নিয়ে যাওয়া যেতে পারে শিশুদের বিনোদন পার্কগুলোতে, চিড়িয়াখানা কিংবা কিডস্ জোনে। মাকে সবসময় সচেতন থাকতে হবে। মায়ের অসচেতনতা নেতিবাচক প্রভাব ফেলতে পারে সন্তানের ওপর। বাড়ির গৃহকর্মীর ওপর নির্ভর করা যাবে না। গৃহকর্মী দিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটার আশংকা থাকে। যদি হয় যৌথ পরিবার, তাহলে দাদি বা নানিকে সন্তানের কিছু দায়িত্ব দেওয়া যেতে পারে। সন্তানকে যদি বিভিন্ন আনন্দদায়ক কাজে ব্যস্ত রাখা যায়, তবে মায়ের আদরের অভাব কিংবা নিরাপত্তাহীনতায় ভুগবে না। টেলিভিশনে কার্টুন চ্যানেল দেখতে দেওয়া, নতুন নতুন খেলনা কিনে দেওয়া এবং কম্পিউটারে গেমস খেলতে দিয়েও তাদের সময়টাকে আনন্দময় করে তোলা যায়। দ্বিতীয় সন্তানের বয়স যদি হয় আড়াই বছরের নিচে, তাহলে তার দৈনন্দিন দেখাশোনা মাকেই করতে হবে। অন্যের ওপর ভরসা করা যাবে না। অধ্যাপক মৌসুফা বলেন, ছোটবেলা থেকেই সন্তানের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দেওয়া ঠিক না। এতে করে সন্তানের ওপর নানা রকম নেতিবাচক প্রভাব পড়ার আশংকা থাকে।

পিঠাপিঠি ভাই

ছবি:  সাজ্জাদ হোসেন। 

মডেল: রাজেশ্বরী, রাফিন, আদৃতা, নুহান।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের
রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের
মিয়ানমারে ইন্দোনেশিয়ান ইনফ্লুয়েন্সারকে ৭ বছরের কারাদণ্ড
মিয়ানমারে ইন্দোনেশিয়ান ইনফ্লুয়েন্সারকে ৭ বছরের কারাদণ্ড
মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’