X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

মাংসের শুটকি!

লাইফস্টাইল ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৩

 

ইন্দোনেশিয়ায় এভাবে মাংসের শুটকি তৈরি করা হয়

কত কি যে খাওয়ার আছে এই দুনিয়ায়। এরমধ্যে শুকনো খাবারের জুরি নেই, কারণ দীর্ঘদিন জমিয়ে রেখে খাওয়া যায়। মাছ অহরহ শুকিয়ে খাচ্ছে সবাই। আদিম কালে মাংস সংরক্ষণের জন্য শুকানো হতো। কিন্তু এখন আর তা হয় না। এখন মানুষ শখে মাংসের শুটকি করে। বিশেষ করে ঈদুল-আজহার পর মাংসের শুটকি করতে দেখা যায় গ্রাম-বাংলার মায়েদের। একটা সময় তো ফ্রিজ ছিল না। তখন মাংস শুটকি করেই সংরক্ষণ করা হতো। পরে বছর জুড়ে কোরবানির মাংস খাওয়ার সুযোগ পাওয়া যেত। অনেক দেশে অবশ্য বাণিজ্যিক ভাবে ড্রাই বিফ বা গরুর মাংসের শুটকি করা হয়। এই তালিকায় কম চর্বিযুক্ত অনেক প্রাণীর মাংসই পাওয়া যায়।

মাংসের শুটকি করার পদ্ধতি জানিয়ে দিচ্ছে বাংলা ট্রিবিউন। এই ঈদে বেশ রোদ থাকবে বলেই ধারণা করা হচ্ছে। ঝটপট শুটকি করে আপনিও নিতে পারেন এই শুটকির স্বাদ। বাংলা ট্রিবিউনকে এই শুটকি করার পদ্ধতি জানিয়েছেন সত্তোরার্ধ আসিয়া খাতুন। তার ১১সন্তান দেশে ও দেশে বাইরে অবস্থান করেন। তাদের কাছে কাঁচা মাংস পাঠানো কঠিন বলে তিনি শুটকি করে পাঠান। বিশেষ করে কোরবানির মাংস যেন তার সব সন্তানের কাছেই যায় সেই প্রচেষ্টা থেকেই তিনি প্রায় ৪০ বছর ধরে শুটকি করে আসছেন।

মাংসের শুটকি করতে যা যা লাগবে:

হাড় ও চর্বি ছাড়া মাংস

হলুদ

বড় চালনি

গুনা তার বা মোটা সুতা

মাংসের শুটকি

পদ্ধতি: প্রথমে মাংস টুকরো করে কেটে ধুয়ে শুধু হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।বাড়তি পানি না দেওয়াই ভালো। খুব ভালো করে মাংস সেদ্ধ করতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে। কাঁচা মাংস শুটকি হয় না, পচন ধরে বাজে গন্ধ ছড়ায়। সেদ্ধ হয়ে গেলে বড় চালুনিতে পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর গুনা তার বা সুতলিতে গেঁথে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। অনেকে চুলার আঁচে শুকান। এর চেয়ে রোদ অনেক ভালো। বাড়িতে রোদ থাকলে রোদেই শুকাবেন।

এরপর তার থেকে খুলে নিয়ে এয়ার টাইট টিনে বন্ধ করে রাখুন। রান্নার পদ্ধতিটিও অনেক সোজা। গরম পানিতে ভিজিয়ে রেখে থেতো করে ঝুরি করে রান্না করতে পারেন। ভুনা করতে পারেন। যেমন ইচ্ছা তেমন করেই এই শুটকি রান্না করা যায়।

/এফএএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
ঘরে থাকা মসলায় বিফ চাপ
ঘরে থাকা মসলায় বিফ চাপ
২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা
২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ