X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

যেখানে সূর্য ওঠে বরফের কোল ঘেঁষে

নওরিন আক্তার
০৬ জুলাই ২০১৭, ১৯:০০আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৯:০৪
image

প্রথমবারের মতো নেপাল গিয়েছি আমরা ৬ বন্ধু। প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে শপিং- সবকিছুতেই তুমুল আগ্রহ আমাদের। যা দেখি তাতেই মুগ্ধ হই। একটা রিকশা দেখেও মনে হয় বাহ! কী সুন্দর করেই না চলছে রিকশাটা! সারাদিন টো টো করে ঘুরে রাতে ফিরলাম হোটেলে। তারপর আবার শুরু হলো আড্ডা। ভোর হওয়ার ঘণ্টা দুয়েক আগে রাজ্যের ক্লান্তি নেমে এলো চোখের পাতায়। তবে শান্তির ঘুমের বারোটা বেজে গেল ঠিক এক ঘণ্টা পরেই! মোবাইলের কর্কশ অ্যালার্মে ঘুমের দফারফা। মনে পড়লো, আজকে আমাদের সূর্যোদয় দেখার পরিকল্পনা। এ কারণেই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম মোবাইলে। তবে সদ্য ভাঙ্গা ঘুম চোখের কোণে নিয়ে সূর্যোদয় দেখার পরিকল্পনার গুষ্ঠি উদ্ধার করছি তখন। সূর্যোদয় দেখার কী আছে? সূর্য তো প্রতিদিনই ওঠে। তার চেয়ে আরাম করে দুদণ্ড ঘুমানোই উত্তম। সবার উপরে ঘুম সত্য তাহার উপরে নাই! কিন্তু আমাদের নিতে গাড়ি চলে এসেছে এরইমধ্যে। ডাকাডাকি শুরু করেছে বাকি বন্ধুরা। কী আর করা। দ্রুত রেডি হয়ে ঘুম ঘুম চোখে রওনা দিলাম সূর্যোদয় দেখতে।

সূর্যোদয়ের অপেক্ষা
ভোর তখনও অন্ধকারে ডুবে আছে। সেই অন্ধকার চিড়ে আঁকাবাঁকা পথে ছুটে চলেছে আমাদের গাড়ি। আমরা সূর্যোদয় দেখবো সারাংকোট থেকে। এটি একটি পর্বত চূড়া। প্রায় আধা ঘণ্টা পর থামল গাড়ি। গাড়ি থেকে নেমেই অবাক হতে হলো। এই অন্ধকারেও কয়েক’শ পর্যটক জমা হয়েছেন সারাংকোটের ভিউ পয়েন্টে। সবার হাতেই স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের ডিভাইস। কাঁপুনি দেওয়া ঠাণ্ডা বাতাসে মনে পড়লো, খুব কাছেই বরফের পাহাড় দাঁড়িয়ে আছে সারি বেধে।

রং লাগতে শুরু করেছে পাহাড়ের চূড়ায়
অন্ধকার একটু একটু করে কমতে শুরু করেছে। তবে ঠকঠক করা শীতল বাতাস তখনও বেপরোয়া। অপেক্ষার পালা আর শেষ হয় না। আরও অনেক পর্যটক চলে এসেছেন এরই মধ্যে। সবাই নিজেদের মধ্যে গল্পে মশগুল। আর আমি তখনও উদাস হয়ে ভাবছি, ইশ! যদি আরও কিছুক্ষণ ঘুমানো যেত!

সূর্যের জন্য অপেক্ষা
হঠাৎই গুঞ্জন। বরফের পাহাড় অন্নপূর্ণার চূড়ায় সামান্য আবিরের রেখা দেখা যাচ্ছে। সবার পূর্ণ মনোযোগ তখন অন্নপূর্ণায়। আমাদের মুগ্ধ চোখের সামনেই ধবধবে সাদা পাহাড় গাঢ় কমলা রংয়ে রাঙতে শুরু করলো। আবার পাশের পাহাড় চূড়ায় লেগেছে হলুদ রং। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে রং যেন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এই দৃশ্যের সৌন্দর্য বর্ণনা করা খুব কঠিন। সূর্য তখনও ওঠেনি। তবে সাদা পাহাড়ের দল সেজে উঠেছে হরেক রংয়ে। কেউ যেন ব্রাশে করে কমলা রং লাগিয়ে দিয়েছে পাহাড় চূড়ায়। সেই রং চুইয়ে চুইয়ে পড়ছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। যেন রংয়ের উৎসব লেগেছে পাহাড়ে। একটু একটু করে মাথা তুলল সূর্য। আরেক দফা বদলে গেল পাহাড়ের রং! হলুদ, কমলা রংয়ের সাথে তাল মিলালো সামনের নীল পাহাড়ের সারি। পাহাড়ের পরতে পরতে ঘুমিয়ে থাকা মেঘ তখন আড়মোড়া ভাঙছে। মেঘের সমুদ্র জেগে উঠতে শুরু করেছে ভোরের কোমল রোদে।

আর একটু পরেই দেখা মিলবে সূর্যের
এমন সুন্দর সকাল এর আগে আসেনি কখনও।
প্রয়োজনীয় তথ্য
সারাংকোট থেকে পৃথিবীর অন্যতম সুন্দর সূর্যোদয় দেখা যায়। প্রতিদিনই হাজার হাজার পর্যটক ভিড় করেন এখানে। ফিশ টেইল বা মৎস্যপুচ্ছ দেখা যায় এখান থেকেই। নেপাল ভ্রমণে গেলে কোনওভাবেই মিস করবেন না সূর্যোদয়। গাড়ি ঠিক করার ব্যাপারে হোটেলের সহযোগিতা নিতে পারেন। সঠিক সময়ে গাড়ি এসে নিয়ে যাবে আপনাকে। নেপাল যাওয়ার আগে অবশ্যই থাকার ব্যবস্থা করে যাবেন।  

ঘুম ভাঙছে মেঘের

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদায়ী অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার
বিদায়ী অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
আবু সাঈদের পরিবার এখন সচ্ছল কোনও সমস্যা নেই, জানালেন তার মা
আবু সাঈদের পরিবার এখন সচ্ছল কোনও সমস্যা নেই, জানালেন তার মা
তাড়াতাড়ি রাতের খাবার শেষ করলে যেসব পরিবর্তন দেখবেন শরীরে
তাড়াতাড়ি রাতের খাবার শেষ করলে যেসব পরিবর্তন দেখবেন শরীরে
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট