স্বাধীনতা দিবসকে সামনে রেখে লাল-সবুজে সেজেছে ‘রঙ বাংলাদেশ’ সেজেছে লাল-সবুজ রঙে। এই সংগ্রহে থাকছে তাঁতের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ-ওড়না, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, কাপল ড্রেস বাচ্চাদের পোশাকসহ উপহার সামগ্রী। ব্লক ও স্ক্রিন প্রিন্ট আর মেশিন ও হ্যান্ড এম্ব্রয়ডারিতে নকশা বিন্যাস করা হয়েছে।
স্বাধীনতার কালেকশন আপনি কিনতে পারবেন রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের যেকোনো আউটলেট থেকে। ঘরে বসে পেতে চাইলে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে হবে।