X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় জমে উঠেছে প্রযুক্তিপণ্যের বাজার

আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
১৪ জুন ২০১৮, ১৭:৩৯আপডেট : ১৪ জুন ২০১৮, ১৭:৪১
image

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে জেলা সদরে এসেছেন আতাউর রহমান ও সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন তরুণ। তারা সবাই আর্জেন্টিনার সমর্থক। প্রিয়দলের খেলা সবাই একসঙ্গে বসে বড় পর্দায় দেখবেন। সেজন্য নিজেরা ঈদের খরচের টাকা বাঁচিয়ে ৯ হাজার টাকা দিয়ে মিনি প্রজেক্টর নিতে শহরের একটি কম্পিউটারে দোকানে এসেছেন। আতাউর বলেন, ‘প্রিয় দল আজেন্টিনার খেলা সবাই মিলে দেখবো বলে প্রজেক্টর টিভি কার্ড কিনতে এসেছি।’

সাতক্ষীরায় জমে উঠেছে প্রযুক্তিপণ্যের বাজার

সাতক্ষীরায় ঈদের কেনাকাটার পাশপাশি ফুটবল বিশ্বকাপের জন্য ইলেকট্রিক সামগ্রীর বাজার জমে উঠেছে। অনেক ক্রেতা পোশাকের পাশাপশি টেলিভিশন, মনিটর, টিভি কার্ড, ছোট প্রজেক্টর ও মোবাইল নিয়ে বাড়ি ফিরছেন। অনেকে আবার কিনছেন ল্যাপটপ, ট্যাবলেট পিসি, ডিজিটাল ক্যামেরা, সিসি ক্যামেরা, ফ্রিজ এসিসহ নানারকম প্রযুক্তিপণ্য। ফুটবল বিশ্বকাপের কারণে বেশি বিক্রি হচ্ছে টেলিশিন, মনিটর, টিভি কার্ড ও মিনি প্রজেক্টর।

আজ (১৪ জুন) থেকে রাশিয়ায় শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল উপলক্ষে জার্সি কেনার ধুম চলছে সাতক্ষীরার বিভিন্ন মার্কেটে। ঈদ ও বিশ্ব ফুটবল বিশ্বকাপ একই সময়ে হওয়ায় ঈদের কেনাকাটায় প্রাধান্য পাচ্ছে প্রিয় দলের জার্সি। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে খেলাধুলার সরঞ্জাম বিক্রির দোকানগুলোর পাশাপাশি সাধারণ পোশাকের দোকানেও পাওয়া যাচ্ছে জার্সি।

সাতক্ষীরায় জমে উঠেছে প্রযুক্তিপণ্যের বাজার

বুধবার (১৩ জুন) সাতক্ষীরা শহরের নিউ মার্কেটসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ঈদের কেনাকাটায় প্রযুক্তিপণ্যের চাহিদা অনেক। ঈদ উপলক্ষে পছন্দসই প্রযুক্তিপণ্য কিনে নিচ্ছেন অনেকেই। এদিকে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে খেলাধুলার সরঞ্জাম বিক্রির দোকান থেকে জার্সিও কিনছেন অনেক ক্রেতা।
জার্সি বিক্রেতাদের কাছ থেকে জানা গেছে, আর্জেন্টিনার ও ব্রাজিলের জার্সি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। সাতক্ষীরা শহরের টাউন সু অ্যান্ড স্পোটর্সের স্বত্বাধিকারী মঞ্জুর রহমান বলেন, ‘ঈদ আর বিশ্বকাপ একসঙ্গে, তাই এবার আমাদের মার্কেটেও অনেক ক্রেতা ভিড় করছেন। আর্জেন্টিনার ও ব্রাজিলের জার্সি বিক্রি হচ্ছে বেশি। পাশাপাশি জার্মানী ও পর্তুগালের জার্সিও বিক্রি হচ্ছে। খুচরা ২৫০ থেকে শুরু করে ৬০০ টাকায় জার্সি বিক্রি করছি।’

সাতক্ষীরা নেট সার্ভিসের ম্যানেজার ফারুক হোসেন বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে মনিটর, টিভি কার্ড, টিভি অনেক বিক্রি হচ্ছে। আমাদের  এখানে ৩ হাজার ৪০০ টাকা থেকে শুরু করে ১৩ হাজার টাকার মনিটর আছে। টিভি কার্ড ১ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে।’

সাতক্ষীরা শহরের পাওয়ার পয়েন্ট কম্পিউটারের স্বত্বাধিকারী আরিফুর রহমান পাওয়ার বলেন, ‘এই ঈদ যেন আমাদের কাছে বোনাস। ঈদের সঙ্গে ফুটবল বিশ্বকাপ। অনেকে ঈদের বাজার করতে এসে টিভি, মনিটার, টিভি কার্ড, ছোট প্রজেক্টর নিয়ে যাচ্ছেন। পাশাপাশি আবার ল্যাপটপ, ট্যাবলেট পিসি ডিজিটাল ক্যামেরা, সিসি ক্যামেরা, ফ্রিজ এসিসহ নানারকম প্রযুক্তিপণ্যও কিনছেন। মিনি প্রজেক্টর ৯ হাজার টাকায় বিক্রি করছি। পণ্য দিতে হিমসিম খেতে হচ্ছে।’

এছাড়া জেলার বিভিন্ন স্থানে চলছে ফুটবল নিয়ে উন্মাদনা। অফিস-বাসার ছাদে প্রিয় দলের পতাকা চোখে পড়ছে। সব মিলিয়ে এবারের ঈদ আনন্দ ও বিশ্বকাপ ফুটবলের আসরকে কেন্দ্র করে তারুণ্যের উচ্ছ্বাস উপচে পড়ছে।

 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ