বন্ধুবান্ধব মিলে সেহরি কিংবা ইফতার কোনও বুফে রেস্টুরেন্টে করতে চাইছেন? মাত্র ৩৯৯ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ১০টি রেস্টুরেন্টের খোঁজখবর থাকছে এখানে।
ক্যাফে শুকরান
ধানমন্ডিতে অবস্থিত ক্যাফে শুকরানে থাকছে সেহরি বুফে ও ইফতার করার সুযোগ। সেহরির জন্য জনপ্রতি ৬০০ টাকা এবং ইফতার ও ডিনার বুফের জন্য ৬৫০ টাকা খরচ পড়বে।
ক্যাফে রিও
৯৯টি পদ দিয়ে বুফে সেহরি করতে পারেবেন এখানে। খরচ পড়বে জনপ্রতি ৬৫০ টাকা। ১১০টি পদ দিয়ে বুফে ইফতার ও ডিনার শেষ করতে পারবেন ৮৫০ টাকায়।
দ্য বাফেট কিং
৫৭ আইটেম দিয়ে বুফে ইফতারের জন্য খরচ পড়বে ৬৯৯ টাকা।
সিনে ক্যাফে
ধানমন্ডির সিনে ক্যাফেতে ইফতার ও ডিনারের জন্য খরচ পড়বে ৫৯৯ টাকা। সেহরি খেতে চাইলে জনপ্রতি ৩৯৯ টাকা গুণতে হবে।
পিৎজা পাস্তা ডাইন
ধানমন্ডি আলমাসের উপরে অবস্থিত পিৎজা পাস্তা ডাইনে ইফতার ও ডিনার বুফের জন্য ৩৯৯ টাকা খরচ করতে হবে আপনাকে।
দ্য বাফেট স্টোরিজ
এটিও ধানমন্ডিতে। ৬০ আইটেম দিয়ে বুফে সেহরি করতে পারবেন ৫৫০ টাকায়। একই খরচে মিলবে ইফতার ও ডিনার করার সুযোগ।
রয়্যাল বাফেট
৬০ পদে ইফতার ও ডিনার সারার পাশাপাশি যদি চান আনলিমিটেড কোল্ড ড্রিংক, তবে জনপ্রতি ১১৫০ টাকা খরচ করতে হবে রয়্যাল বাফেটে। রেগুলার ইফতার ও ডিনার মিলবে ৯৫০ টাকায়।
রেডরেস রেস্টুরেন্ট
শ্যামলির রিং রোডে অবস্থিত এই রেস্টুরেন্টে ইফতার ও ডিনার বুফে মিলবে মাত্র ৩৯৯ টাকায়।
ট্রাম্প ক্যাফে
জিগাতলার ট্রাম্প ক্যাফেতে ইফতার ও ডিনার বুফে পাওয়া যাবে জনপ্রতি ৫০০ টাকা খরচে।
আরাজ রেস্টুরেন্ট
আরাজ রেস্টুরেন্টে ৩৫ আইটেমের ইফতার ও ডিনার বুফে পেয়ে যাবেন ৮৫০ টাকায়।