X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এক ঝলকে ল্যাকমে ফ্যাশন উইক

আহমেদ শরীফ
২৭ আগস্ট ২০১৯, ১৬:১৫আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৭:০১
image

মুম্বাইয়ে হয়ে গেল ‘ল্যাকমে ফ্যাশন উইক ২০১৯।’ র‌্যাম্পে ঝলমলে সব পোশাক পরে হাঁটতে দেখা গেছে বলিউড তারকাদের। প্রথম দিনে মনিষ মালহোত্রার ডিজাইন করা ভেলভেট এমারেল্ড লেহেঙ্গা পরে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। সেই লেহেঙ্গাতে স্বর্ণের কারুকাজ করা ছিল।

ক্যাটরিনা কাইফ
অভিনেতা ফারহান আখতার তার প্রেমিকা শিবানি দানদেকারের সঙ্গে র‌্যাম্পে আসেন পায়েল সিংঘালের ডিজাইন করা টার্কিশ ও মরক্কোন ধাঁচের পোশাকে।

ফারহান আখতার ও শিবানি দানদেকার
সুনীল শেঠির মেয়ে বলিউডের উঠতি অভিনেত্রী আথিয়া শেঠি আব্রাহাম অ্যান্ড ঠাকোরের মনোক্রোম স্ট্রাইপ শাড়ি পরে আসেন।

আথিয়া শেঠি
ডায়ানা পেন্টি সবার নজর কাড়েন এমব্রয়ডারি করা আইভরি স্যিকুইন লেহেঙ্গায়। রিধি মেহরা ছিলেন পোশাকটির ডিজাইনার। এমারেল্ডসহ বড় একটি নেকপিস ও ম্যাচ করা ব্রেসলেট পরেন ডায়ানা।

ডায়ানা পেন্টি
বলিউডের নতুন মুখ তারা সুতারিয়া লেবেল রিতু কুমারের জন্য এমব্রয়ডারি করা কালো মিনি পিনাফোর ও সাদা শার্ট পরেন। লেদার বেল্ট ও থাই হাই বুটও পরেন তিনি।

তারা সুতারিয়া
বলিউডের আরেক উদীয়মান অভিনেত্রী রাকুল প্রীত সিং ছিলেন খুবই স্নিগ্ধ। নাচিকেত ভার্ভের জন্য ঝলমলে কালো জাম্পস্যুট পরেন তিনি। কানে ছিল বড় সিলভার হুপ দুল।

রাকুল প্রীত সিং
চাঙ্কি পান্ডের মেয়ে, বলিউডের নতুন মুখ অনন্যা পান্ডে ডিজাইনার আনুশ্রী রেড্ডির নকশা করা এমব্রয়ডারি করা গোল্ডেন ড্রেস পরেছিলেন।। মানিয়ে পরেন স্বর্ণের বড় নেকপিস। এছাড়া অর্পিতা মেহতার জন্য পরেন পিংক আউটফিট।

অনন্যা পান্ডে

অনন্যা পান্ডে ২
দিশা পাটানি ও আয়ুসমান খোরানা ডিজাইনার ডিউ রোহিত গান্ধি ও রাহুল খান্নার ড্রেস পরেন। দিশা পরেন ঝলমলে গ্রে ককটেল ড্রেস। খোরানা পরেন কালো প্যান্ট ও শার্ট।

দিশা পাটানি

আয়ুসমান খোরানা
কাঙ্গানা রানাউতকে ডিজাইনার দিশা পাতিলের পাউডার ব্লু লেহেঙ্গায় দেখা গেছে।

কাঙ্গানা রানাউত

জেনেলিয়া দেশমুখ সরোজ জালানের লেহেঙ্গায় নজর কেড়েছেন সবার।

জেনেলিয়া দেশমুখ কারিনা কাপুরকে ফ্যাশন উইকের শেষ দিনে গৌরি অ্যান্ড নাইনিকার ডিজাইন করা পোশাকে দেখা গেছে।


কারিনা কাপুর তথ্যসূত্র: পিংকভিলা

মুম্বাইয়ে হয়ে গেল ‘ল্যাকমে ফ্যাশন উইক ২০১৯।’ র‌্যাম্পে ঝলমলে সব পোশাক পরে হাঁটতে দেখা গেছে বলিউড তারকাদের। প্রথম দিনে মনিষ মালহোত্রার ডিজাইন করা ভেলভেট এমারেল্ড গ্রিন লেহেঙ্গা পরে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। সেই লেহেঙ্গাতে স্বর্ণের কারুকাজ করা ছিল।
অভিনেতা ফারহান আখতার তার প্রেমিকা শিবানি দানদেকারের সঙ্গে র‌্যাম্পে আসেন পায়েল সিংঘালের ডিজাইন করা টার্কিশ ও মরক্কোন ধাঁচের পোশাকে।
সুনীল শেঠির মেয়ে বলিউডের উঠতি অভিনেত্রী আথিয়া শেঠি আব্রাহাম অ্যান্ড ঠাকোরের মনোক্রোম স্ট্রাইপ শাড়ি পরে আসেন।
ডায়ানা পেন্টি সবার নজর কাড়েন এমব্রয়ডারি করা আইভরি স্যিকুইন লেহেঙ্গায়। রিধি মেহরা ছিলেন পোশাকটির ডিজাইনার। এমারেল্ডসহ বড় একটি নেকপিস ও ম্যাচ করা ব্রেসলেট  পরেন ডায়ানা।
বলিউডের নতুন মুখ তারা সুতারিয়া লেবেল রিতু কুমারের জন্য এমব্রয়ডারি করা কালো মিনি পিনাফোর ও সাদা শার্ট পরেন। লেদার বেল্ট ও থাই হাই বুটও পরেন তিনি।
বলিউডের আরেক উদীয়মান অভিনেত্রী রাকুল প্রীত সিং ছিলেন খুবই স্নিগ্ধ। নাচিকেত ভার্ভের জন্য ঝলমলে কালো জাম্পস্যুট পরেন তিনি। কানে ছিল বড় সিলভার হুপ দুল।
চাঙ্কি পান্ডের মেয়ে, বলিউডের নতুন মুখ অনন্যা পান্ডে ডিজাইনার আনুশ্রী রেড্ডির নকশা করা এমব্রয়ডারি করা গোল্ডেন ড্রেস পরেছিলেন।। মানিয়ে পরেন স্বর্ণের বড় নেকপিস। এছাড়া অর্পিতা মেহতার জন্য পরেন পিংক আউটফিট।
দিশা পাটানি ও আয়ুসমান খোরানা ডিজাইনার ডিউ রোহিত গান্ধি ও রাহুল খান্নার ড্রেস পরেন। দিশা পরেন ঝলমলে গ্রে ককটেল ড্রেস। খোরানা পরেন কালো প্যান্ট ও শার্ট।
কাঙ্গানা রানাউতকে ডিজাইনার দিশা পাতিলের পাউডার ব্লু লেহেঙ্গায় দেখা গেছে।
জেনেলিয়া দেশমুখ সরোজ জালানের লেহেঙ্গায় নজর কেড়েছেন সবার। আর কারিনা কাপুরকে ফ্যাশন উইকের শেষ দিনে গৌরি অ্যান্ড নাইনিকার ডিজাইন করা পোশাকে দেখা গেছে।

তথ্যসূত্র: পিংকভিলা

 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ