প্রকৃতিপ্রেমী মানুষ মাত্রই সবুজের পূজারী।
সবুজকে দূর থেকে দেখতে বা কাছ থেকে একটু পরশবোলাতে ভালোবাসেন তারা।
তবে ইটপাথরের শহর ঢাকায় সবুজ প্রকৃতি খুব একটা চোখে পড়ে না।
তাই সবুজের ছোঁয়া পেতে কেউ কেউ ঘরের বারান্দা বা ছাদে গাছ লাগিয়ে থাকেন।
ঢাকার বিভিন্ন নার্সারি থেকে এসব গাছের চারা সংগ্রহ করেন তারা।
এরকম বেশ কিছু নার্সারি রয়েছে রাজধানীর মোহাম্মদপুরের বধ্যভূমি এলাকায়।
অপরূপ সুন্দর এসব নার্সারিতে ফুল, ফল ও বনজ গাছের দেখা পাওয়া য়ায়।
নার্সারিগুলোতে ১০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা দামের গাছ পাওয়া যায়।
শুধু গাছই নয়; টব, মাটি, সার, বীজ, পরিচর্যার সরঞ্জাম, কীটনাশকও বিক্রি হয় নার্সারিগুলোতে।
নার্সারিতে অনেকেই খোঁজেন দেশি- বিদেশি দুর্লভ প্রজাতির গাছ।
বারান্দার জন্য ক্রেতারা বেশি কেনেন ফুল, সৌন্দর্যবর্ধনকারী লতাগুল্ম, বনসাই ইত্যাদি।
ছাদের জন্য সবজি, ফলদ ও বনজ গাছের চাহিদা বেশি।
এসব নার্সারি ঘুরে ছবি তুলেছেন আমাদের ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন।